অমিত শাহের দুদিনের বাংলা সফরের পর রাজনৈতিক মহলে শাহের ২০০ আসন দখলের লক্ষ্যমাত্রা বেশ শোরগোল ফেলেছে। কিন্তু শনিবার রাজারহাটের এক সভায় তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, সমাজের নির্দিষ্ট কোনো একটি অংশকে তুষ্ট করা আমাদের কাজ না। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে থাকে রাজ্য সরকার।
আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। সেই প্রসঙ্গ টেনে নিয়ে এসে সৌগত রায় বলেছেন, রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন কোনদিন পূরণ হবে না। অমিত শাহ দিবাস্বপ্নের মধ্যে আছে। তিনি এই প্রসঙ্গে কতকগুলি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বাংলা নির্বাচনে বিজেপি মুখ হিসাবে লড়বে কে? নরেন্দ্র মোদি কি বাংলাদেশি বিজেপির মুখ হিসাবে লড়বে? তাহলে বাংলার বিজেপির মুখ কে মুকুল রায় নাকি দিলীপ ঘোষ?
রাজ্যে শাসন ব্যবস্থা নিয়ে কথা উঠলে তিনি জানিয়েছেন রাজ্য সরকার রাজ্যে কোন একটি নির্দিষ্ট সম্প্রদায় বা জনগোষ্ঠীকে প্রাধান্য দেয় না। তারা তুষ্টিকরনের রাজনীতিতে নেই। এছাড়াও তিনি রাজ্যে দুর্গাপূজা অনুষ্ঠানে প্রসঙ্গ টেনে বলেছেন, বাংলা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপূজা হয়েছে। ত্রিপুরায় পুজো বন্ধ হয়ে গিয়েছিল।
অন্যদিকে তাকে রাষ্ট্রপতি শাসন বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অমিত শাহ বলে গেলেন রাষ্ট্রপতি শাসন হবে না। শুধুমাত্র রাজ্য বিজেপির কিছু নেতাই রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। আসলে ভোটব্যাঙ্ক আদায়ের লক্ষ্যে তারা রাজ্যের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।