সম্প্রতি বঙ্গ ভ্রমণে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সেই বাংলা সফরকে কটাক্ষ করে ‘বেড়াতে এসেছে’ বলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই শাহ এর সফরকে ঘিরে অনেক মন্তব্য শোনা গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তার বহু পালটা পতিক্রিয়া দিতে দেখা গেছে বঙ্গ বিজেপি নেতাদেরও। তবে তৃণমূল নেতা সূর্যশেখর থেকে মুখ্যমন্ত্রী নিজে, কেউ ই ছাড়েননি শাহ এর সভার সমালোচনা করতে।
সেরম অন্যদিকে আজ কোনো ছকে না বিঁধে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করতে দেখা গেল বীরভূমের তৃণমূল সভাপতিকে। তবে কেবল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেই না, তিনি গভীর সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ও।
অমিত শাহকে কটাক্ষ বীরভূমের তৃণমূল সভাপতির
এইদিন তিনি শাহের বাংলা সফরকে কটাক্ষ করে বলেন,”উনি তো বেড়াতে এসেছিলেন বাংলায়। উনি তো আর এখানে ভোট করতে আসেননি। আর এসেছেন মিথ্যা কথা বলতে। মিথ্যে বলে লুট করতে।” এরপর তাঁকে দেখা যায় সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিতে। তিনি প্রশ্ন করেন,” আপনারাই বলুন, আমরা যে টাকা টা পাই, সেই টাকাটা অমিত শাহ কেন আমাদের দিচ্ছেন না ? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বারবার বলেছেন, তাও তো তিনি দিচ্ছেন না। বাংলার টাকা টা উনি দিয়ে দিলে তো করোনাকে মুখ্যমন্ত্রী জব্দ করতে পারবেন।
এরপর গেরুয়া শিবির তথা বিজেপিকে মিথ্যাবাদী দল বলে কটাক্ষ করতে ও দেখা যায় তাঁকে। তিনি বলেন,”ওরা তো গুজরাট থেকে এসেছে, তাই না ? বলুন কোথায় গুজরাট আর কোথায় বাংলা। আমি বাংলার মানুষদের অনুরোধ করছি। দয়া করেই ওই মিথ্যাবাদী দলের কথা শুনবেন না আপনারা। যখন ওই দল ক্ষমতায় আসে, তখন বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেব, ২ কোটি চাকরি দেব, কিন্তু কিছুই হল না। তারপর আবার ২০১৯ এ বলল, চাকরি দেব , টাকা দেব। কিন্তু দেখ, সবকিছুই বিক্রি করে দিচ্ছে।”
তারপরই আদিত্যনাথকে আক্রমণ করতে দেখা যায় তাঁকে। তার বক্তব্য,”বাংলাতে এসে যা ইচ্ছে তাই করতে পারছে এরা। দেখুন না, ২০১৭ সাল থেকে বাংলা কোনো ধর্ষণ হয়নি। সেখানেই উত্তর প্রদেশে ধর্ষণের সংখ্যা ৭ হাজার। আর বঙ্গকে তুলনা করছে যোগীর সাথে। আরে ও তো নিজেই ক্রিমিনাল।”