Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোট গণনায় প্রভাব খাটিয়েছেন নীতিশ কুমার, বিচারের আশায় নির্বাচন কমিশনের দ্বারস্থ আরজেডি-কংগ্রেস

Updated :  Wednesday, November 11, 2020 10:06 AM

পাটনা: বুথ ফেরত সমীক্ষা বলেছিল বিহারে পরিবর্তনের সরকার গড়তে চলেছে তেজস্বী যাদব। দীর্ঘ ১৫ বছররের শাসন শেষ হতে চলেছে। কিন্তু ভোটের ফল উল্টো কথাই বলল। এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। তবে ভোটের ফল সম্পূর্ণভাবে মেনে না নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আরজেডি-কংগ্রেস।

৯০% যখন গণনা শেষ হয়েছিল, তখন দেখা যায় এনডিএ ১২১টি আসনে এগিয়ে ছিল। আর মহাজোট ১১৩টি আসনে এগিয়ে ছিল। এরপরই নীতীশ কুমারের বিরুদ্ধে ভোট গণনায় প্রভাব খাটানোর অভিযোগ এনেছে মহাজোট। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অখিলেশ সিং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ভোট গণনায় ব্যাপক গোলমাল হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এর বিচার চাই।’ এমনকি সীতারাম ইয়েচুরিও বলেছেন, সিপিএম ভাল ফল করেছে। বিহারে তাদের স্ট্রাইকরেট ৮০% বলেও দাবি করেছেন তিনি।

আরজেডি ইতিমধ্যেই ১১৯টি আসন জেতার একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে কী করে জয়ের হাসি হাসল এনডিএ, তা নিয়ে প্রশ্ন তুলেছে মহাজোট। কার্যত ভোট কারচুপির অভিযোগ এনেছেন তেজস্বী যাদব। তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মহাজোট। তবে এতে বাড়তি কোনও সুরাহা হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।