কালো পতাকা দেখানোর পর এইবার হামলার মুখে পড়তে হল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে। গেরুয়া শিবিরের দাবী, মাহারিহাটে ‘চায় পে চর্চা’ সভা সেরে যখন দিলীপ বাবু ফিরছিলেন, তখনই তার ওপর আক্রমণ করে বিমল অনুগামীরা। সূত্র হতে জানা গিয়েছে, প্রথমে এইদিন কালো পতাকা দেখানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। মিছিল চলা কালীন ইট পাটকেল ছোঁড়া হয় দিলীপ ঘোষকে। ভেঙে গিয়েছে গাড়ির কাচ ও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগেরুয়া শিবির হতে অভিযোগ তোলা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। তাদের মতে এই ঘটনার পিছনে আছে বিম গুরুং এর অনুগামী দল। সূত্রের খবর, এইদিন আক্রমণের সময় মাদারিহাট থেকে ফিরছিলেন গেরুয়া শিবিরের সভাপতি। সেই সময় তার কনভয় দেখে প্রতিবাদে নামে গোর্খা সমর্থকরা। স্লোগানের পাল্টা স্লোগান ওঠে তার গাড়িকে ঘিরে। সভাপতির কনভয় প্রতিবাদীদের থেকে একটু দূরে চলে গেলেই তাকে লক্ষ করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি।
হামলায় গাড়ির কাচ ভেঙে যায় কালচিনির বিধায়ক উইলসন চম্পামারির। পাথর এসে পরে দিলীপ ঘোষের থেকে অল্প দূরত্বে। একটুর জন্য তিনি বেঁচে গেছেন বলে বিজেপি সূত্রে খবর। হামলা করে গোর্খা জনমুক্তির লোকজনই। এরপরেই পুলিশ পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত বিজেপির কর্মসূচির এলাকায়। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে গেরুয়া দল। অন্যদিকে এই বিষয়ে ট্যুইট করতে দেখা যায় দিল্লির প্রাক্তন বিজেপি সভাপতি মনোজ তিয়ারীকেও। তিনি বলেন,”আজ দিলীপ ঘোষের ওপর আলিপুরদুয়ারে যে হামলা হয়েছে তা থেকে স্পষ্ট যে মমতা দিদি হারকে ভয় পাচ্ছেন।”