নিউজরাজ্য

বাংলা সবার আগে শান্ত হবে দেশ থেকে বিজেপি গেলে, বক্তব্য ফিরহাদের

Advertisement

“বাংলা সবার আগে শান্ত হবে দেশ থেকে বিজেপি গেলে” আজ ভাতৃদ্বিতীয়ার দিনে এমনটাই বলতে শোনা গেল কলকাতা পুরসভার বর্তমান প্রশাসন মণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যে পুর ও নগর উন্নয়ন্মন্ত্রী ফিরহাদ হাকিম। কেবল এখানেই থামেননি তিনি। এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তিনি বলেন,”দিলীপ ঘোষ খড়গপুরের যেখানে এমএলএ ছিলেন, সেখানেও বিজেপি জিতবেনা এইবার। জিতবে তৃণমূল।”

প্রতি বছরই চেতলার ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত থাকেন ফিরহাদ হাকিম। এইবার ও সেই রীতির অন্যথা হয়নি। কেবল উপস্থিত ই নন, এইদিন ভাইফোঁটা ও গ্রহণ করেন মন্ত্রী।

তারপর ই চেতলার সেই অনুষ্ঠানে বিজেপির দিকে বাক্যবাণ ছুঁড়তে দেখা যায় কলকাতা পুরসভার বর্তমান প্রশাসন মণ্ডলীর চেয়ারম্যানকে। তিনি বলেন,” বিজেপি চাইছে বাংলা কে গুজরাট বা বিহার বানাতে। সেটা তারা কখনওই পারবেন না। এখানে তো আর এইকাউন্টার করে রাজ্য শাসন করা যায়না। সেখান এই সব হয়। বাংলার সংস্কৃতি আলাদা, কৃষ্টি আলাদা, ফলে রাজনীতি টাও আলাদা। কারণ বাংলা কবিগুরু রবি ঠাকুরের, এই বাংলা কাজী নজরুল ইসলামের, এই বাংলা রামকৃষ্ণদেবের। সদা শান্তি বিরাজ করে এখানে।”

এর পাশাপাশি যখন তাকে শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন,” বাকি রাজনৈতিক দল এটি নিয়ে গুজব ছড়াচ্ছে।” তার সাথে তিনি আরও জানিয়েছেন যে বিজেপি দেশে কেবল আম্বানি ও আদানির রাস্তা খুলে দিয়েছে। অন্যশিল্পের কোন জায়গাই নেই। তাই বিজেপির ভারত ছেড়ে দেওয়া উচিৎ বলে জানিয়েছেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসন মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Related Articles

Back to top button