নিউজপলিটিক্সরাজ্য

‘উত্তরবঙ্গ এবার পুরো গেরুয়া হবে, পিসি আপনি নিশ্চিন্তে থাকুন’, মমতাকে কটাক্ষ করে টুইট মালব্যর

Advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে ভোট বাক্সে তুমুল সংঘর্ষ হতে চলেছে। তার প্রস্তুতি নেওয়ার জন্য দু’পক্ষের নেতারা কোমর বেঁধে নেমে পড়েছেন। তৃণমূলের তরফ থেকে ব্রাত্য বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম রয়েছেন। আর অন্যদিকে বিজেপির পক্ষে রয়েছেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, অমিত শাহ প্রমুখ।

তার মধ্যেই বিজেপির বাংলার ভোট প্রচারকের তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে বিজেপির আইটি সেল এর প্রধান তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা অমিত মালব্যর। শুরু থেকেই তিনি তৃণমূলের বিরুদ্ধে হূঙ্কার দিতে শুরু করেছেন। এবারে টুইটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কে খোঁচা দিয়ে তিনি বলেছেন,” আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে জেতার কথা পিসি ভুলে যেতে পারেন।” এরকম দাবি করে অমিত মালব্য নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেছেন, ২০২১এর মে মাসে পুরো উত্তরবঙ্গ গেরুয়া হয়ে যাবে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন আইটি সেল এর প্রধান অমিত মালব্য। ওই দুই দিন তিনি উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। তিনি টুইটে সেই কথা উল্লেখ করে বলেন,” ওই দুই দিন আমি শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে আসা প্রায় কয়েক শো দলীয় কর্মীর সাথে একসাথে বৈঠক করেছিলাম। তাদের সমস্ত অভাব-অভিযোগ আমি শুনেছিলাম। উত্তরবঙ্গকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহেলা করেছিলেন। তার ফল তাকে ভোগ করতে হয়েছে। এই অঞ্চল থেকে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৭ থেকে ৮টি আসন। এইবার বিধানসভা নির্বাচনে, এই এলাকার সমস্ত সিট বিজেপি জিতবে। পিসি, আপনি আপনার গণনা থেকে এই সম্পূর্ণ এলাকা বাদ দিতে পারেন। উত্তরবঙ্গ আগামী মে ২০২১ এ সম্পূর্ণ গেরুয়া হয়ে যাবে।”

উল্লেখ্য, এতদিন অব্দি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু ২১ বিধানসভাকে পাখির চোখ করে বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়কে রেখে অমিত মালব্যকে বাড়তি দায়িত্ব দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তৃণমূলের প্রশান্ত কিশোরকে টক্কর দেবার জন্য বাংলায় আইটি সেলের প্রধানকে নিয়ে আসা হয়েছে। দায়িত্ব পাওয়া মাত্রই, নিজের কাজ শুরু করে দিয়েছেন বিজেপির অমিত মালব্য।

Related Articles

Back to top button