Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিতর্কিত মন্তব্যের জেরে তমলুক থানায় অভিযোগ দায়ের হল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে

Updated :  Friday, November 27, 2020 2:41 PM

কিছুদিন আগেই বেলাগাম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যে নারী সুরক্ষা নিয়ে শাসক দলকে তোপ দাগতে গিয়ে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। অগ্নিমিত্রার মন্তব্যের ঘিরে তীব্র নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এবার সেই প্রেক্ষিতেই রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৩০৬ ও ৫০৯ ধারায় দায়ের হয়েছে অভিযোগ।

আসলে গত ২৪ ই নভেম্বর তমলুকের এক সভায় গিয়ে অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝড় তোলেন। রাজ্যে চলতে থাকা ধর্ষণের প্রসঙ্গে বিদ্রোহী হয়ে তিনি চাঁচাছোলা ভাষায় অভিযোগ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল পার্টির কর্মীরা এই ধর্ষণ করছে। এছাড়াও তিনি কটাক্ষ করে বলেছেন, “আপনারা জানেন এই তৃণমূল কর্মীরা কি করে এত ধর্ষণ করার সাহস পায়। আসলে দিদিমণি বলে দিয়েছে তোদের চাকরি দিতে পারিনি তো, তাই তোরা ধর্ষণ করে মনোরঞ্জন করে নে। তোরা ধর্ষণ করে নিলে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো।” তিনি আরো যোগ করেছেন, “তোদের এন্টারটেইনমেন্টের জন্য যখন তোদের শরীর গরম হয়ে যাবে তখন তোরা গিয়ে ধর্ষণ করে নিবি।”

ধর্ষণ ঘিরে এমন কটু কথায় অভিযোগ জানানোর পর বিতর্ক শুরু হয় অগ্নিমিত্রা পাল এর মন্তব্য ঘিরে। তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অগ্নিমিত্রা র কথার পাল্টা জবাব দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়। সেখানে তো ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয় এবং এখন অব্দি তার পরিবারকে নজর বন্দি করে রাখা হয়। বরং পশ্চিমবঙ্গে এরকম নিন্দনীয় ঘটনা ঘটলে প্রশাসন ও শাসক দল তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে।”

অন্যদিকে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে অগ্নিমিত্রার এমন মন্তব্য খুবই নিন্দনীয়। আসলে অগ্নিমিত্রার দল মহিলাদের এমন চোখেই দেখে। আর তার প্রমাণ উত্তরপ্রদেশের ধর্ষণকাণ্ড ঘটনায় বিজেপির ভূমিকা। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা অগ্নিমিত্রা পালের ধর্ষণ বিষয়ে এহেন মন্তব্যের প্রবল নিন্দা করেছে।