শুভেন্দু অধিকারীর হোয়াটস অ্যাপ বার্তার পর এবার জল্পনা উস্কে দিলেন নেতা শীলভদ্র দত্ত। শুভেন্দু অধিকারী সম্প্রতি পদত্যাগ করেছেন নিজের মন্ত্রিত্ব থেকে। ইস্তফার পর থেকে অনেকটাই বেসুরো হয়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক। সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিক পৌঁছে গিয়েছিলেন তার মানভঞ্জন করতে। পরের দিনই শীলভদ্র নিজের ফেসবুকে লেখেন,”বন্ধু দেখা হবে।”
অন্যদিকে শুভেন্দুর ইস্তফার দিন শীলভদ্র বলেন,”আমি শুভেন্দুর ফ্যান বলা চলে। ও যা করেছে তা একদমই ঠিক।” এইদিন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক। ফেসবুকে শীলভদ্র লেখেন,”বন্ধু দেখা হবে।”
তবে লক্ষ্য করার বিষয় হল এই লেখাটির টেম্পলেট। গেরুয়া টেম্পলেটের ওপর এইদিন নিজের বক্তব্য লিখেছেন বিধায়ক। সেই কারণে তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আর প্রশ্ন উঠেছে এই বন্ধুকে ঘিরে। কে এই বন্ধু? মুকুল রায় যখন দলে ছিলেন, তখন তার সাথে অনেকটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শীলভদ্রের। ফলে জল্পনা আরও বাড়ছে তাকে নিয়ে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে শীলভদ্র বলেছিলেন,” যা বলার আগামীকাল বলব।”
মঙ্গলবার শীলভদ্রকে নিয়ে জমে উঠেছিল রাজনৈতিক মঞ্চ। তারপর শীলভদ্রের সাথে দেখা করে পিকের দল। তখন সেখানে বিধায়ক প্রশ্ন তোলেন,নেতৃত্ব না এসে পিকের লোক কেন এসেছেন? এই কথার পরই তার বাড়িতে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি পুজো দিতে চলে যান দক্ষিণেশ্বরে। পরে জানা গিয়েছে, অন্য কোথাও বৈঠক করেছেন জ্যোতিপ্রিয় এবং শীলভদ্র। তবে সেই কথা অস্বীকার করেছেন শীলভদ্র। তবে কি করতে চলেছেন তিনি? তা নিয়ে ক্রমে বেড়ে চলেছে জল্পনা।
প্রসঙ্গত উল্লেখ্য, অক্টোবরের শুরুতেই ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত আগামী নির্বাচনে দাঁড়াবেন বলে ঘোষণা করেন। তিনি তখন বলেন,”২০২১ এ ব্যারাকপুরে নতুন প্রার্থী আনা হবে। ১০ বছর আমি আপনাদের সাথে আছি। যদি কিছু করতে না পেরে থাকি তবে নিজের অপদার্থতা মনে করি এটিকে।”