Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘দুই পয়সার প্রেস’ নিজের বক্তব্যের জেরে ক্ষমা চাইতে হল সাংসদ মহুয়া মিত্রকে

Updated :  Monday, December 7, 2020 11:14 PM

বাংলার শাসক শিবিরের প্রথম সারির সাংসদ তিনি। সংসদে তার ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাংবাদিকদের নিয়ে তার করা মন্তব্য নিয়ে এইদিন বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। এইদিন কর্মী সভায় উপস্থিত সাংবাদিকদের তিনি সম্বোধন করেছেন ‘দুই পয়সার প্রেস’ বলেন। তবে এইবার বিতর্কের জেরে সোমবার নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হল সাংসদকে। কিন্তু নিজের অবস্থান থেকে এক বিন্দু সরলেন না তিনি।

রবিবার গয়েশপুরে এক কর্মীসভায় গিয়েছিলেন সাংসদ। সেখানে তিনি সবাইকে বলেন মোবাইলে না করতে। কিছুক্ষণ পড়ে এক সাংবাদিক তার নজরে আসে। ব্যাস, তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। তিনি বলেন,”কে এই দুই পয়সার প্রেসকে বৈঠকে ডাকে? এখানে কর্মী বৈঠক চলছে, আর সবাই ব্যস্ত টিভিতে মুখ দেখাতে। আমি বলছি, নির্দেশ দিচ্ছি প্রেসকে সরান।”

সেই ভিডিও ভাইরাল হলে প্রতিবাদ করেন সাংবাদিকরা। প্রাস ক্লাব থেকে বলা হয়,”কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অপমান জনক এবং অনভিপ্রেত। আমরা সাংসদের মন্তব্যে ধিক্কার জানাচ্ছি।” কিন্তু এত সবের পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি মহুয়া।

তিনি টুইটার পোস্ট এ লেখেন,”আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেইড।” তবে ক্ষমা চাইলেও নিজের বক্তব্যকে সঠিক বলে দাবি করেছেন মহুয়া। বহু সাংবাদিক এর পরে দুই পয়সার একটি ছবি শেয়ার করছিল। সেটি পরিণত হয় ট্রেন্ডে। সেই ট্রেন্ডকে ফলো করেই নিজের টুইটটি করেছেন সাংসদ মহুয়া মিত্র। ওপরে লিখেছেন,” আমি অনেকটাই মিম বানাতে পারদর্শী হয়ে গিয়েছি।”

তৃণমূল সাংসদ নিজের কথার প্রসঙ্গে দিয়েছেন সাফাইও। তার দাবি তিনি রেগে গিয়েছিলেন কর্মীসভায় সাংবাদিক ডাকায়। তার রাগ ছিল নিজের দলের কর্মীদের ওপরই। তাদের উদ্দেশ্যেই তিনি এটি বলেছেন। কোনও সাংবাদিক দের নিশানা করে তিনি বলেননি এই কথা বলে দাবি মহুয়ার।