খেলাফুটবল

বার্সা ছেড়ে বায়ার্নের পথে কুটিনহো!

Advertisement

সুরজিৎ দাস: ক্যাম্প ন্যু ছেড়ে বায়ার্নের পথে বার্সেলোনা তারকা ফুটবলার ফিলিপে কুটিনহো। ব্রাজিলের এই তারকা ফুটবলার কে বায়ার্নে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এফ সি বার্সেলোনা আপাতত ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন ফিলিপে কুটিনহো। এই মরশুমের শুরু থেকেই প্রাথমিক দলে কুটিনহোকে রাখেননি বার্সেলোনা ম্যানেজমেন্ট যার প্রকৃত কারণ হিসেবে বলা হচ্ছে গত মরশুমে ফিলিপে কুটিনহোর অফ ফর্ম তাই এই মরশুমে তাকে একেবারে বিক্রি না করে দিয়ে এক বছরের জন্য লোনে অন্য ক্লাব এ পাঠানোর কথা ভাবছিল বার্সেলোনা। তবে ফিলিপে কুটিনহো পরিবর্তে কাকে আনবে বার্সেলোনা সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু বলা না গেলেও নেইমারের জন্য ছাপাতে পারে তারা। অপরদিকে ফ্রাঙ্ক রিবেরি, আর্জেন রবিনের পরবর্তী জামানায় বায়ার্নের বাঁদিকর আক্রমণ ভাগ কার্যত শেষ হয়ে গেছিলো তাই সেই জায়গায় ফিলিপে কুটিনহো যোগ দিলে বাঁদিকের আক্রমণ আরও ভালো হবে বলে ধারণা করছে ফুটবলমহল। বার্সেলোনা তরফ থেকে জানানো হয়েছে এক বছর পর যদি কুটিনহোকে বায়ার্ন রাখতে চায় তবে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা কুটিনহোকে কিনতে পারবে। চলতি মৌসুমের শুরু থেকেই বায়ার্নের জার্সিতে দেখা যেতে পারে ফিলিপে কুটিনহো কে।

Related Articles

Back to top button