শনিবার ফেসবুক পোষ্টে নাম করে বাংলার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শাসক শিবিরের উদয়ন গুহ। একই সাথে সোশ্যাল মিডিয়াতে আক্রমণাত্মক মনোভাবের সাথে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারীর পর এইবার একই পথে হাঁটতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার তার মুখে শোনা গেছে, ,মানুষের কাজ করতে গেলে যদি পথ পরিবর্তন করতে হয়, তবে আমি তা করতেও রাজি। এর পরই তাকে উদ্দেশ্য করে এইদিন ফেসবুক পোস্ট করেছেন উদয়ন গুহ।
শুক্রবার পুরোহিতদের একটি সভায় যোগ দিয়ে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি রামকৃষ্ণের বাণী লিখলেন। এইদিন তিনি লিখেছেন,”ঠাকুরের কথায়, যত মত তত পথ। অর্থাৎ যত মানুষ থাকবে তত তাদের মত থাকবে, তার পথও ভিন্ন হবে। যদি কোথাও মনে হয়, মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হয়, তবে খোলা আছে অনেক পথ। সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে বলে আমার মনে হয়না।”
এখানে রামকৃষ্ণ দেবের সূত্র ধরে শুক্রবার রাতেই ফেসবুকে পালটা উত্তর দিয়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি লিখেছেন,”হয় জলে আবার কেউ জঙ্গলে না হলে পদ্মফুল, যত মত তত পথ”। নাম না নিয়েও উদয়নবাবু কটাক্ষ করেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কারণ সেচ দপ্তর সামলাতেন বনমন্ত্রী রাজীব। আর এখন তিনি বনমন্ত্রী। এই দুটি দফতরের কথাই বলেছেন উদয়ন গুহ, তার ফেসবুক পোস্টে।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে তিনি কি পরিবর্তন করতে চলেছেন দল? সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন,”আমি দেখছি কিছু মন্ত্রী উচ্চাকাঙ্ক্ষী আর লোভী। তার চান হাতে ক্ষমতা। কীভাবে অন্যকে বিভ্রান্ত করতে চান তা তারা জানেন”