Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“একমাত্র শিক্ষিত কল্যাণ”, কল্যাণকে ‘জোকার’ বলে ডাকলেন দিলীপ ঘোষ

Updated :  Sunday, December 13, 2020 11:20 PM

রবিবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের ঝাড়বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় যোগ দিতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্পকে ‘যমের দুয়ারে সরকার’ বলে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

‘পিকে এখন কাজ করছে তৃণমূলের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করছেন, তৃণমূলের আম্ফান বা ঝড়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করেনি এখন নিজেদের ঘর সামলাতে প্রশান্ত কিশোর কে দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূলের ঘরের খুঁটি নড়ে গেছে সেটা আর ঠিক সম্ভব না।” রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমন করতে পিকে, পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন,” শেষ দিন চলে এসেছে এই সরকারের। তৃণমূলের বর্ষীয়ান নেতা সাংসদ সৌগত রায়ও তা বুঝে গিয়ে দলকে ডুবন্ত জাহাজের সাথে তুলনা করেছেন”। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এইদিন জোকার বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ এইদিন আরও বলেছেন,”রাজ্যে একজন মাত্র শিক্ষিত লোক আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি একজন কমেডিয়ান। মানুষ কমেডি শুনে উপভোগ করছেন।” রবিবার পূর্বস্থলিতে একজন গেরুয়া শিবিরের কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। তার বক্তব্য,”তৃণমূল কংগ্রেস এখন পাগল হয়ে গিয়েছেন, কেবল হিংসা দিয়ে খুন করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন যা অসম্ভব। রাজ্যের মানুষ গেরুয়া শিবিরকে গ্রহণ করছে। আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবেন।”