মঙ্গলবার কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক, যাকে নিয়ে উঠেছে জল্পনা তুঙ্গে, শুভেন্দু অধিকারী। তার পরই প্রকাশ্যে এসেছে তার বিজেপি যোগদানের খবর। এইবার আরও ২৫ জন রাজনৈতিক নেতার নিরাপত্তা বাড়িয়ে দিতে তোড়জোড় শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে এই নেতাদেরও অনুমান বিশেষজ্ঞদের।
স্বরাষ্ট্র মন্ত্রক হতে জানা গিয়েছে যে, গোয়েন্দা রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের একাধিক নেতার ওপর বিধানসভা নির্বাচনের আগে হামলার সম্ভাবনা রয়েছে। আগেই বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু বিজেপি সভাপতি জে পি নড্ডার কনভয়ে কিছুদিন আগে হামলা করা হয়েছিল। সেই কারণে এখন আরও ঝুঁকি নিতে নারাজ বিজেপি।
বলা বাহুল্য, তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তা দেয় বাংলার রাজ্য সরকার। এর আগে জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পেতেন প্রাক্তন পরিবহণ মন্ত্রি শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্বের সাথে নিরাপত্তাও কিছুদিন আগে ছেড়েছিলেন তিনি। তারপরই তাকে নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজনৈতিক মহলে জানা গিয়েছে যে ২৫ জন তৃণমূল নেতা যাদের নিরাপত্তা প্রদান নিয়ে পর্যালোচনা করা হয়েছে তারাও তৃণমূল ছেড়ে দ্রুত বিজেপিতে যোগদান করবেন।
দলীয় সূত্রের খবর, এই দিনের মধ্যে চার জনকে ওয়াই প্লাস শ্রেণির, ১০ জনকে ওয়াই ও ৬ জনকে এক্স শ্রেণীর নিরাপত্তা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। নিরাপত্তায় সবসময় থাকবেন মোতায়েন থাকতে চলেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জাওয়ানরা। প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন বিধায়ক পদ থেকে ইস্তফা জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেরিয়ে গিয়েছেন এয়ার পোর্টের পথে। এই বিষয়ে এইদিন সৌগত রায় বলেন,”বিশ্বাসঘাতকতা করেছেন শুভেন্দু। পদের লোভে এই পদক্ষেপ।”