নিউজরাজ্য

“ভবিষ্যতে যেন এমন না হয়,” আইন ব্যবস্থাকে ঘিরে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের 

Advertisement

মুখোমুখি নয়, DGP এবং মুখ্যসচিব এর সাথে ভার্চুয়াল বৈঠক। রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ দিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। জেপি নড্ডার কনভয়ে হামলার মতো ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে মুখ্যসচিব এবং পুলিশের শীর্ষকর্তাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্র থেকে তেমনটাই জানা গিয়েছে। শুক্রবার প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলেছে এই বৈঠক।

IPS ডেপুটেশন ইস্যুতেই কেন্দ্র রাজ্য সংঘাত উঠেছে চরমে। মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট এও। এমন অবস্থায় আজ বিকেলে ৫ টা ৩০ নাগাদ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং DGP কে তলব করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তবে রাজ্যের তরফ থেকে এই সময়ে যা পরিস্থিতি এবং কাজের চাপ সেই বিষয়ে কোনও ভাবেই মুখ্যসচিব কে ছাড়া যাবেনা। মহামারি অবস্থাতে ভিডিও কনফারেন্স এ বৈঠক প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্র।

সূত্র হতে জানা গিয়েছে যে, এইদিন আগের নির্ধারিত সময়েই রাজ্যের মহা সচিব এবং DGP এর সাথে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধানরা। প্রথমে জানতে চাওয়া হয়, জেপি নড্ডার সফরের নিরাপত্তার বিষয়ে। জবাবে ডিজিপি বলেন, সমস্ত প্রোটোকল মানা হয়েছিল। নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কীভাবে হামলা হল, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের শাস্তি দেওয়া হবে। এরপরই আইন রক্ষার প্রশ্নে রাজ্যকে করা নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে। জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে, সেই বিষয়ে সতর্ক থাকতে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্পতই দুই দিনের সফরে বাংলায় এসেছিলেন জেপি নড্ডা। সেখানে তাকে ঘিরে চলে বিক্ষোভ। হামলার অভিযোগ ওঠে শাসক শিবিরের ওপরে। তবে শাসক শিবির হতে সেই বিষয় সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়েই এইবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button