একুশের নির্বাচনের আগে শাসকদলের ভাঙন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। কিছুদিন ধরে আসানসোল পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দল বেসুরোদের দলে নাম লিখেছেন। তিনি গতকালই তৃণমূল দল থেকে তার ইস্তফা দিয়ে দেয়। কিন্তু ২৪ ঘন্টা গড়াতে না গড়াতেই তিনি অরূপ রায় এর সাথে বৈঠক করে জানিয়ে দেন, “যা হয়েছিল একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। আমি দলেই থাকবে। দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না।”
গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ রায় এর সাথে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। সেই বৈঠকের পরই অরূপ রায় জানিয়ে দিয়েছেন, “জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসের ছিল। এরপরও তৃণমূল এই থাকবে। জিতেন্দ্র তিওয়ারি দীর্ঘদিন দিদির সৈনিক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তার দল ত্যাগ করার ভুল বোঝাবুঝি মিটে গেছে।”
অন্যদিকে বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারির গলায় সম্পূর্ণ অন্য সুর শোনা যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমার অনেক ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আমি দলেই থাকবো। এত দিনে আমি অনেক খারাপ আচরণ করেছি। আমার আচরণে দুঃখ পেয়েছেন দিদি। দিদিকে কষ্ট দিয়ে আমি এই পৃথিবীতে থাকতে পারবো না। দিদির কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। আমি দলে ছিলাম আছি ও থাকব।” সেইসাথে তিনি তার ইস্তফা গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন।
সে দিদির সাথে বৈঠক কবে করবে বলে জানতে চাইলে তিনি জানিয়েছেন, “দিদি অনেক বড় মাপের নেত্রী। হঠাৎ করে আমি কি করে দেখা করব। আমার ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আমি দলের হয়ে কাজ করব। পরে দিদির সাথে দেখা করে আমি ক্ষমা চেয়ে নেব।” এছাড়া ফিরহাদ হাকিম প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি সম্পূর্ণ ভোল বদলে নরম সুরে বলেছেন, ফিরহাদ হাকিম সিনিয়র নেতা। প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারির দল ছাড়ার সমস্যা শুরু হয় ফিরহাদ হাকিমের সাথে এক বাকবিতণ্ডাকে ভিত্তি করে।