একুশের নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ঘিরে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। তৃণমূল বিজেপি নেতাদের বাকবিতণ্ডায় একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে। আজ অর্থাৎ শনিবার বিজেপি সাংসদ সুনীল মন্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভকারীদের আচমকা বিক্ষোভ নিয়ে বাকবিতন্ডা জড়ালেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিজেপি সাংসদ অর্জুন সিং।
আজ অর্থাৎ শনিবার হেস্টিংসের বিজেপি কার্যালয়ে ঢোকার সময় আচমকা সুনীল মন্ডলের গাড়ির সামনে একদল বিক্ষোভকারী জমা হয়। আর সুনীল মন্ডলের গাড়ির হামলার প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে গণতান্ত্রিকভাবে থাকতে দেবেন না। হিংসার রাজনীতি চলছে চারদিকে। গণতান্ত্রিকভাবে বিজেপি রাজনীতি করতে চাইলে তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের অগণতান্ত্রিক উপায় জবাব দিতে হবে শাসকদলকে।”
আর অর্জুন সিং এর প্রতিক্রিয়া পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রায় বিদ্রুপ করে বলেছেন, “অর্জুন মাফিয়া। ও অগণতান্ত্রিক উপায় অবলম্বন করে জবাব দিতেই পারে। আমি ওকে ভয় পাই বেশ। আমি ওকে অনুরোধ করবো আমাকে যেন না মারে।” সেই সাথে সুনীল মন্ডলের গাড়িতে কারা হামলা করেছিল সেই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছে, “শুনেছি উনি তপশিলি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল হয়ত পূরণ করেনি। সেই সংগঠনের সদস্যরাই বিক্ষোভ দেখিয়েছে। এর সাথে তৃণমূলের কোন যোগ নেই।”