নিউজরাজ্য

করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে আতঙ্ক বিশ্বজুড়ে, উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বললেন করোনা ভাইরাসের নতুন প্রজাতি সংক্রমণ মোকাবিলা করার জন্য

Advertisement

করোনা ভাইরাস প্যানডেমিক চলতি বছরের মার্চ মাস থেকে অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। নতুন ভ্যাকসিন আসছে এই কথা শুনে কিছুটা স্বস্তি পেতে না পেতেই আবারো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি বা স্ট্রেন। ইতিমধ্যেই ইংল্যান্ড (England) সহ ইউরোপের বেশ কিছু দেশে করনা ভাইরাসের নয়া প্রজাতি আবারো আতঙ্কের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই তারা বিমান বন্ধের কথা ভাবছে। করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। এরইমধ্যে আজ অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি আজই বীরভূমের প্রশাসনিক বৈঠকে করোনা নতুন স্ট্রেনের জন্য প্রস্তুত থাকতে বললেন সরকারি আধিকারিকদের।

আজ অর্থাৎ সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “ইংল্যান্ডে করনা ভাইরাসের একটি নতুন প্রজাতি দেখা যাচ্ছে। সবাই বলছে এটা নাকি আরও শক্তিশালী। সংক্রমনের একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে। এই জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত থাকা উচিত। ইংল্যান্ড, ইতালি সহ বেশকিছু দেশ এর মধ্যেই লকডাউন ঘোষণা করে দিয়েছে। তাই আমাদের এখন থেকে সাবধান হওয়া উচিত। লকডাউন এর পরিস্থিতি যাতে না আমাদের দেশে হয় তার জন্য এখন থেকে ব্যবস্থা নিতে হবে।”

প্রসঙ্গত, ভারতের জন্য চিন্তার কারণ এখন বেশ আছে। কারণ ২১ ডিসেম্বরের ইংল্যান্ড থেকে ফেরা কলকাতা দুই যাত্রীর করণা ধরা পড়েছে। বিমান পরিষেবা বন্ধ হওয়ার আগে সেটাই ছিল শেষ ফ্লাইট। তাদের মধ্যে করোনাভাইরাস এর নতুন স্ট্রেন আছে নাকি বা তারা কাউকে সংক্রামিত করেছে নাকি তা নিয়ে এখন চিন্তা। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৪৪৩ জন। অ্যাক্টিভ করোনা আক্রান্ত সংখ্যা ১৩ হাজার ৭৭৪ জন। মোট করোনায় মৃত্যু হয়েছে ৯৫৯৮ জনের।

Related Articles

Back to top button