নিউজরাজ্য

বর্ষবরণের রাতে বিজেপির কার্যালয় ভাঙা নিয়ে ধুন্ধুমার আসানসোল

Advertisement

আসানসোল: বিজেপির দখলমুক্ত দলীয় কার্যালয় ফের ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  কয়েকমাস আগে আসানসোলের বারাবনির  গৌরাণ্ডিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পরে সেই পার্টি অফিসে বাবুল সুপ্রিয়,মুকুল রায় ও শঙ্কুদেব পণ্ডারা যান।  সেই দলীয় কার্যালয়েরই সংস্কার করা হয়।  বৃহস্পতিবার দরজা-জানালার লাগানোর কাজ শুরু হয়।  কিন্তু বছর শেষের রাতে পে লোডার দিয়ে সেই পার্টি অফিস সম্পূর্ণ ভাঙচুর করা হয় বলে আভিযোগ।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বারাবনি ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং-এর বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ, তার উস্কানিতেই এই কাজ হয়েছে।  যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,চিকিৎসার জন্য শহরের বাইরে রয়েছি। এ ব্যাপারে কিছু জানা নেই। পাল্টা তাঁর দাবি, এটা  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

যদিও তৃণমূলের দাবি দলীয় কার্যালয় সরকারি জমি দখল করে হয়েছিল।  হতে পারে অন্য কোনও কারণে পার্টি অফিস ভেঙেছে। এই ঘটনায় তার সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল।  ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক উত্তেজনা ছড়ায় বারাবনিতে। রাজ্য় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলী বলছে, শীতের মাঝেই বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোল। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে না বিজেপি যাচ্ছেন তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। নিজে তৃণমূলে আছেন বলে দাবি করলেও তাঁর কর্মকাণ্ডে শুরু হয়েছে জল্পনা।

কদিন আগেই বিজেপির নেতারা যেই হোটেলে যান, সেখানেই গিয়ে ওঠেন জিতেন্দ্র তিওয়ারি। পরে অবশ্য় বিজেপি নেতাদের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি বলে দাবি করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। পরিবারের সঙ্গে হোটেলে খাবার খেতে এসেছিলেন বলেন তিনি। ইতিমধ্য়েই বিজেপির মধ্য়ে জিতেন্দ্রকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূলের এই নেতাকে কেন দলে নেওয়া যাবে না, তা নিয়ে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র কাছে জানতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Related Articles

Back to top button