প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যেন সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনা হয়, মুকুল রায়

এবারে বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) এর গলায় শোনা গেল সিঙ্গুরে টাটা ন্যানো প্রকল্পের কথা। নন্দীগ্রামের সভা থেকে উনি সিঙ্গুর থেকে টাটা ন্যানো প্রকল্প বিদায় প্রসঙ্গ উত্থাপন করে মুকুল…

Avatar

এবারে বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) এর গলায় শোনা গেল সিঙ্গুরে টাটা ন্যানো প্রকল্পের কথা। নন্দীগ্রামের সভা থেকে উনি সিঙ্গুর থেকে টাটা ন্যানো প্রকল্প বিদায় প্রসঙ্গ উত্থাপন করে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে কটাক্ষ করেন। তিনি বলেন, “বারবার মনে হয় সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দিয়ে আমরা যুব সমাজের সঙ্গে অন্যায় করেছি। টাটা কে তাড়িয়ে দিয়েছি। আমি নিজে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যাতে টাটাকে আবার ফিরিয়ে আনা যায়।”

বিজেপিতে যোগ দেবার পরে বেশ কয়েকবার মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুকুল রায়। তার বক্তব্যে সিংহভাগ জুড়ে থাকতো সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ। সিঙ্গুরের টাটা কারখানা বিদায় নিয়ে বারবার আফসোস করতে শোনা গিয়েছে মুকুল রায়কে। তিনি এর আগেও বলেছিলেন,” যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বাংলায় কিন্তু শিল্পের পথ বন্ধ হয়ে গিয়েছে।” এদিন আবারো মুকুল রায়ের গলায় শোনা গেল এই আফসোসের কথা।

গত ২০০৬ সালে সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নেয় টাটা কর্তৃপক্ষ। সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রবল আন্দোলনের চাপে শেষমেষ ২০০৮ সালে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছিল টাটা। এর পরে তারা গুজরাটের সানন্দে তাদের কারখানায় নিয়ে যায়। প্রসঙ্গত সেই আন্দোলনে মমতা ব্যানার্জীর ডান হাত ছিলেন মুকুল রায়। কিন্তু দল বদল এর পরেই তিনি সরাসরি কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিকে। সিঙ্গুরে অ্যাগ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এতদিন পরে সিঙ্গুরে কারখানা আসার কারণে বিরোধীদলের কটাক্ষ, ” শেষে চৈতন্য হয়। কোন চৈতন্য সঠিক সময় হয়না। এতদিনে বুঝতে পারলেন ওই জমিতে চাষ হবে না। Agro-industry মানুষ বোঝেই না। ইন্ডাস্ট্রি শব্দটা জুড়ে মানুষকে বিভ্রান্ত করাটা সহজ। নতুন সরকার ভাববে ওই জমিতে কি হবে।”

About Author