ঠাণ্ডা কমলেও পুল পার্টি করার মত অবস্থা মনে হয় এখনো আসেনি। কিন্তু প্রাক্তন মন্ত্রী এবং মালদহের দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর (Krishnendu Narayan Choudhury) জন্য অবস্থাটা অনেকটা পুল পার্টির। সম্প্রতি তাকে দেখা গেলো মালদহ ক্রীড়া সংস্থার সুইমিং পুলে ছেলেকে নিয়ে নেমে যেতে।
সামনের আর কিছুদিন এর মধ্যেই শুরু হবে বিধানসভা ভোটের কাউন্টডাউন। তখন আর নাওয়া খাবার সময় থাকবে না নেতাদের। তাই তার আগে চুটিয়ে পুল পার্টি উপভোগ করে নিলেন কৃষ্ণেন্দু। এদিন মালদহ ক্রীড়া সংস্থার পুলে এই পুল পার্টির আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল হিন্দি গানের বন্দোবস্ত। সেই পার্টিতেই প্রাণ খুলে নাচতে দেখা গেলো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। সেই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তার সমর্থকরা।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে ছেলেকে নিয়ে জলে নেমে গেছেন কৃষ্ণেন্দু। তাকে দেখা গেলো ছেলেকে হাত ধরে টেনে নামাতে। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
কদিন আগে মালদা মেডিক্যাল কলেজের সুপারকে টুম্পা গানে নাচতে দেখা গেছিলো। সুপার অমিত দাঁ সেইদিন মেডিকেল কলেজের বরাৎপ্রপ্তদের আয়োজিত বনভোজনে তুমুল নেচেছিলেন। সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়ে গিয়েছিল।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside