নিউজপলিটিক্সরাজ্য

শুভেন্দু অধিকারী কি বিজেপির ৪ মাসের অতিথি? জল্পনা উস্কে মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের

খুব শিগগিরই বিজেপির ৭ সাংসদ তৃণমূলে যোগদান করবেন

Advertisement

বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। তবে এখন যে শুধুমাত্র তৃণমূল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নেতারা যোগদান করছে এমন নয়। ঘটছে উল্টো ঘটনাও। এরইমধ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, “খুব শিগগিরই বিজেপির ৭ সাংসদ তৃণমূলে যোগদান করবেন।” এর আগে বঙ্গ রাজনীতিতে বারংবার শাসকদলের নেতাদের গেরুয়া শিবিরে যোগদান করতে দেখা যাচ্ছিল। এই দলবদল প্রথম শুরু করেছিলেন তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে অনেক নেতা নেত্রী ও সেই সাথে দলের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করে। অবশ্য বিজেপি থেকে আগে তৃণমূলে আসেনি এমনটাও নয়।

আজ অর্থাৎ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাবরা রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তৃণমূল নেতা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি সেই শোভাযাত্রা থেকে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেছেন, “খুব শিগগিরই বিজেপির ৭ সাংসদ তৃণমূলে যোগদান করবেন। এমনকি তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করেছিলেন সেই দলত্যাগী নেতাদের মধ্যে অনেকেই আবার তৃণমূলে ফিরতে চাইছেন।” সেই সাথে তিনি জল্পনা উস্কে বলেছেন, “শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবে নাকি সেই নিয়ে সন্দেহ আছে।”

এছাড়াও এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আর একটা লোকও ভারতীয় জনতা পার্টিতে থাকবে না। বিজেপি থেকে ৭ জন সাংসদ খুব শীগ্রই তৃণমূল কংগ্রেসে আসবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারা তৃণমূলে চলে আসবে। এছাড়াও আমাদের থেকে যে কজন বিধায়ক গিয়েছিল তারা লাইনে ফিরবে। ভোটের আগেই তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করবে। যখনই বুঝবে হাওয়া বেগতিক তারা আবার তৃণমূলে ফিরে আসবে। ইতিমধ্যেই কেউ কেউ লাইন করতে শুরু করে দিয়েছে।” সেই সাথে তিনি জল্পনা উস্কে প্রশ্ন করেছেন, “শুভেন্দু কি আদৌ বিজেপিতে থাকবে? না ৪ বা ৫ মাস পর কাজ শেষ হয়ে গেলে বিজেপি ছেড়ে দেবে?”

এছাড়াও এদিন জ্যোতিপ্রিয় মল্লিক দলত্যাগীদের কটাক্ষ করে বলেছেন, “যে লোক গুলো দুর্নীতি করেছে তাদের সবই সারদায় যুক্ত। তাদেরকে ডাকছে আইটি। অত্যধিক অর্থ উপার্জন করে এখন আর হজম করতে পারছে না। তাই তারা বিজেপিতে ডাক পেয়ে চলে যাচ্ছে। আবার ভোট হয়ে গেলে মে মাসের পর গুটিসুটি মেরে তৃণমূলে ফিরে আসবে। কিন্তু তখন আর তৃণমূলে ঢুকতে দেয়া হবে না। ওদের জন্য গেটটা বন্ধ করে দেওয়া হবে।”

Related Articles

Back to top button