এইবার কেডি সিং(KD Singh) এর গ্রেফতারি নিয়েও রাজ্যের শাসক শিবিরকে বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অর্জুন নগরের সভামঞ্চে বসেই শুনেছিলেন কেডি সং এর গ্রেফতারির কথা। আর সভা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাম না করেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা কেডি বাংলার ৭০ লাখ মানুষকে প্রতারিত করেছেন তার চিটফান্ডের মাধ্যমে। প্রতারিতদের অধিকাংসই দুঃস্থ বলে দাবি করেছেন নেতা। তাই কেবল গ্রেফতারি না, কেডি সং এর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ব্যবস্থা করুক প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার।
এই বক্তব্যের পরেই বিজেপি নেতা নিশানা করেন শাসক শিবিরকে। শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, কান টানলেই আসবে মাথা। এর পর তিনি প্রশ্ন করেন,”দিল্লিতে কেডি সিং কার কার বিয়ের অনুষ্ঠান স্পনসর করেনিছিলেন তা কারও অজানা নয়।” তার এই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু। তিনি বলেন,”এক প্রভাবশালী ভাইপোর। বাকিটা আশা করছি সাংবাদিকরা বুঝে গেছেন।” শুভেন্দু এইদিন দাবি করেন কেডি সিং কে নিয়েই নারদ করানো হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কেডি সিং কে বুধবার তথা আজ গ্রেফতার করেছে ইডি। চিটফান্ড কাণ্ডের তদন্তে তিনি ঠিক করে সাহায্য করছেন না বলেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে এই রাজ্যে দুই যুযুধান রাজনৈতিক শিবির তরজায় নেমে পড়েছে। এই দিন এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস তথা শাসক শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি নিশানা করেন মুকুল রায়কে। তিনি বলেন মুকুল রায়ই কেডি সিং-কে নিয়ে এসেছিলেন তৃণমূলের। পাল্টা মুকুল ঘনিষ্টদের কথায় দলের সুপ্রিমোর ছাড়পত্র ছাড়া রাজ্যসভার সাংসদ হওয়া সম্ভব নয়। এখন দেখার চিটফান্ড মামলায় আর কাকে কাকে নিয়ে টানাটানি করে ইডি তথা সিবিআই।