নিউজ

অতিরক্ত কর আদায় দেশকে শূলে টাঙিয়ে দিচ্ছে!

Advertisement

ভারত বার্তা,ওয়েব ডেস্কঃ অতিরিক্ত চার্জ ও ধনীদের উপর মাত্রাহীন কর পুরো ভারতবর্ষকে মন্দার শূলে টাঙিয়েছে। টাস্ক ফোর্সের সুপারিশ সেই বার্তাই দিচ্ছে। বাজেটের পর পুরোদস্তুর ভাবে টানা পড়ছে সূচক। সব সংস্থার কর্পোরেট কর ২৫% করা, পাশাপাশি ৪০% হারে কর্পোরেট কর দেওয়া বিদেশী সংস্থাগুলির কর ২৫% করার প্রস্তাব আনা হয়েছে। অন্যদিকে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের আয়কর ছাড় বাড়ানো ও সারচার্জ তোলার কথাও বলা হয়েছে। পুরো বিষয়টি কর পর্ষদের সদস্য অখিলেশ রঞ্জনের কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত হয়েছে।

Related Articles

Back to top button