সুরজিৎ দাস: ডুরান্ডের ফাইনালে যাওয়া আর হলো না লাল হলুদের যুবভারতীতে গোকুলামের বিরুদ্ধে ম্যাচে ১-১ অমীমাংসিত শেষ হলেও টাইব্রেকার এ ২-৩ ব্যবধানে হারতে হলো ইস্টবেঙ্গল কে। এদিন ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল লাল হলুদ গর্জনে গোটা স্টেডিয়াম তখন কাঁপছে এর মাঝেই সামাদ আলি মল্লিকের চোখ ধাঁধানো দূরপাল্লার শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথামার্ধ জুড়ে খুঁজেই পাওয়া গেলো না মার্কাস জোসেফ কে। দ্বিতীয়ার্ধ এ দল অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যায় ফলে আক্রমণে ঝাঁঝ বাড়ায় গোকুলাম তবুও ইস্টবেঙ্গল এর জমাট রক্ষণের কাছে বারবার ব্যর্থ হতে হয় তাদের। খেলা যখন প্রায় জিতে নিয়েছে ইস্টবেঙ্গল সেই সময় মেহতাবের ভুলে পেনাল্টি ও তা থেকে মার্কাসের গোল খেলায় রাখে ইস্টবেঙ্গল।
লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেহতাব এরপর দশ জনের ইস্টবেঙ্গল কতোটা ভয়ঙ্কর তা দেখলো গোটা যুবভারতী এক্সট্রা টাইম মিলিয়ে ১২০ মিনিট ধরে গোকুলাম কে মাঠেই বেধে দিলো ইস্টবেঙ্গল ডিফেন্স। একা কোলাডো ও পিন্টু ছাড়া সবাই তখন নিচে ব্রুনো পেলিসারি নামার পর আক্রমণে ঝাঁঝ বাড়ে গোকুলামে কিন্তু গোলমুখ আর খুলতে পারে নি তারা। গোলের নীচে মির্শাদ এদিন এক কথায় অনবদ্য অপরদিকে বুক চিতিয়ে লড়াই করে যায় কাশিম ও তার সতীর্থ রা। খেলা পেনাল্টি তে গড়ালে ডিকা, কোলাডো ও নাওরেমের পেনাল্টি মিস এদিন ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়।
২-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে চলে গেলো গোকুলাম কেরালা কিন্তু লাল-হলুদ লড়াই সবার মন জয় করে নিলো। যদিও ম্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তবে সেসব আর ভাবতে চান না টিম ইস্টবেঙ্গল তাদের মূল লক্ষ্য এখন আই লিগ। অপরদিকে আজ অপরম্যাচে নামবে মোহনবাগান ও রিয়েল কাশ্মীর এই ম্যাচের জয়ী দল খেলবে গোকুলামের বিরুদ্ধে মেগা ফাইনালে আগামী ২৪ আগস্ট।