মা ও ঠাকুমার সঙ্গে ইউভানের শীতের রোদেলা মুহূর্ত, ভাইরাল ছবি

সারাদিন কি আর বাড়িতে বসে ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলতে ভালো লাগে? একটু ছুটিও তো চাই না কি? আফটার অল ‘রাজপুত্র’ বলে কথা। তাই এবার সুপারস্টার ইউভান চক্রবর্তী (yuvan Chakraborty) এবার…

Avatar

সারাদিন কি আর বাড়িতে বসে ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলতে ভালো লাগে? একটু ছুটিও তো চাই না কি? আফটার অল ‘রাজপুত্র’ বলে কথা। তাই এবার সুপারস্টার ইউভান চক্রবর্তী (yuvan Chakraborty) এবার তার মা শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) ও বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও ঠাকুমার সঙ্গে ছুটি কাটাতে গেলেন উলুবেড়িয়া। চারচাকায় চড়ে গেলেও করোনা পরিস্থিতি এখনও কাটেনি। তাই কাছাকাছিই ছুটি কাটাতে গেলেন তাঁরা। উলুবেড়িয়ার একটি অভিজাত রিসর্টে উঠেছেন রাজ, শুভশ্রী, ইউভান ও ইউভানের  ঠাকুমা। উলুবেড়িয়া থেকে শুভশ্রী কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে রিসর্টের বাইরে ইউভানের সঙ্গে খেলছেন।  শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি থেকে জানা গেছে, রিসর্টের বাইরে করা হয়েছিল লাঞ্চের ব্যবস্থা। রাজ ও শুভশ্রীর বেড সাজানো হয়েছিল ফুলের পাপড়ি  দিয়ে। এছাড়া ছিল ওয়াইনের ব্যবস্থাও। শুভশ্রী রাজের সঙ্গে একটি মিরর সেলফি নিয়েছেন। সেলফি এবং তার ব‍্যুমেরাং ভিডিও ইন্সটা স্টোরিতে  শেয়ার করেছেন শুভশ্রী। শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এর পাশাপাশি নাতি-ঠাকুমার ছবিও ভাইরাল হয়েছে। সম্প্রতি শুভশ্রীর ফ্যান ক্লাব থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, শীতের রোদে রিসর্টের বাগানে হাসিমুখে বসে আছে একরত্তি ইউভান। মায়ের কোলে ইউভান বসে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ ঠাকুমার কথায়। রীতিমত হাত-পা ছুঁড়ে ঠাকুমার কথায় সম্মতি জানাচ্ছে রাউডি ইউভান।

মা ও ঠাকুমার সঙ্গে ইউভানের শীতের রোদেলা মুহূর্ত, ভাইরাল ছবি

রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী(mimi Chakraborty) রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের।  রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে। ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও শোক ভুলতে অনেকটা সাহায্য করে। রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।

মা ও ঠাকুমার সঙ্গে ইউভানের শীতের রোদেলা মুহূর্ত, ভাইরাল ছবি

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)।  মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল।  রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।