ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার তথা আজ সকালে প্রথমেই রাজ্যের নোডাল অফিসার তথা এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং -এর সাথে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। ভোটের আগে বাংলায় শান্তি ফিরিয়ে আনার উপযোগী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
এইদিন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সাথে দেখা করার কথা ছিল মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের দুল বেঞ্চের। এই অনুসারে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশনে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। কমিশন থেকে বেরনোর পর পার্থ চট্টোপাধ্যায় বলেন,”নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে। তবুও বেশ কিছু বিষয় আমরা আলোকপাত করেছি। সেই গুলির অবিলম্বে আমরা সুরাহা চাই। সীমান্তে থাকা বিএসএফ গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ দলকে সহায়তা করার জন্য ভয় দেখাচ্ছেন সকলকে। তাদের বক্তব্য, যদি ভোত না দাও তবে কেউ তোমাদের রক্ষা করতে পারবেন না। আমরাই সীমান্তে থাকব। আমরা চাই এই অভিযোগের বিরুদ্ধে কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক।”
অন্যদিকে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের ভোতার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে একে একে। সেই কথা কমিশনে জানান পার্থ চট্টোপাধ্যায়। সেই বিষয়ে দিলীপ ঘোষকে ‘দিশেহারা ঘোষ’ বলে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী বলেন,”বিজেপির তরফ থেকে কোনও কোনও নেতা যেমন দিশেহারা ঘোষ অভিযোগ করেছেন রোহিঙ্গা-সহ বাংলাদেশের অনেক ভোটার নাকি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটা সর্বজনবিদিত যে ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি। এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে নির্বাচনের প্রতি মানুষের আস্থা না থাকে। গণতান্ত্রিক পদ্ধতিকে বিঘ্নিত করারও কৌশল এটি।” এছাড়া গেরুয়া শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ও আনা হয়েছে তার পক্ষ থেকে।