Today Trending Newsকলকাতানিউজপলিটিক্সরাজ্য

একুশের ভোটের আগে তৃণমূল পরিবারে নতুন সদস্যের আগমন, দলে যোগ দিলেন কৌশানী-পিয়া

Advertisement

কলকাতা: একুশের নির্বাচনের দামামা এখনও বাজেনি সরকারিভাবে। কিন্তু তার আগেই রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়। এবারের নির্বাচনে যেমন রয়েছে তৃণমূলের মাটি ধরে রাখার প্রেস্টিজ ফাইট, তেমনই বিজেপির চ্যালেঞ্জ বাংলায় পদ্ম ফোঁটানো। এ হেন পরিস্থিতিতে বঙ্গ রাজনীতির নিউ নর্মালে হাজির হয়েছে দুটি শব্দ। ‘বেসুরো’ ও ‘দল বদলু’। এই বেসুরোদের তালিকায় পিছিয়ে নেই রাজনীতিতে নাম লেখানো তারকারাও। ঠিক সেই আবহেই সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন অভিনেত্রী কৌশানি মুখার্জি (Koushani Mukherjee) ও পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)। আজ, রবিবার অল ইন্ডিয়া তৃণমূল- কংগ্রেসের (All India Trinamool Congress) তরফ থেকে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ,তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ।

অভিনেত্রী পিয়া সেনগুপ্ত দলে যোগ দেওয়ার পর বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে আজকে দলে যোগদান করছি এবং আমি অঙ্গীকার নিচ্ছি সমস্ত কর্মীদের সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে এই দলের পাশে থাকব এবং তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখার ইচ্ছে আমার রইল। তার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। নবান্নের আবারও আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এই আশায় আমি দলে যোগদান করলাম।’

কৌশানী দলে যোগ দিয়ে বলেন, ‘আমি এটাই বলব যে, আমার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে’, সেরক ই পারবো না দিদি ছাড়তে তোমাকে। আমি এখানে কথা বলতে আসিনি, কাজ করতে এসেছি। প্রচুর কিছু করার আছে। আজকে এই দলের সাথে যোগদান করতে পেরে আমি মানুষের হয়ে কাজ করতে চাই। তাঁদের পাশে দাঁড়াতে চাই, ঠিক যেভাবে আমাদের দিদি ও আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জি করেন।’

প্রসঙ্গত পিয়া সেনগুপ্ত ও অনুপ সেনগুপ্ত ছেলে অভিনেতা বনির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন কৌশানি। হবু শাশুড়ি- বৌমা একইসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রবিবার।

Related Articles

Back to top button