সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন বৈশালী ডালমিয়া
আগামী শনিবার অমিত শাহের (Amit Shah) সভায় বৈশালী ডালমিয়া (Baishali Dalmia) বিজেপিতে যোগদান করবেন
একুশে নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের দলবদল শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই তৃণমূল দল বিরোধী কাজ করার জন্য বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmia) দল থেকে বহিষ্কার করেছিল। তবে তখন থেকেই জল্পনা চলছিল এবার তাহলে কি বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগদান করবেন? আজ অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিয়েছেন আগামী শনিবার অমিত শাহের সভাতে তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের নাম লেখাবেন। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন বালি থেকে তিনি এবার গেরুয়া পতাকা প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন।
গত শুক্রবার হঠাৎই সন্ধ্যেবেলা দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গোষ্ঠীকোন্দলের সম্ভাবনার কথা মাথায় রেখে ও দল বিরোধী কার্যকলাপের জন্য বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করেছিল। অবশ্য তাতে ক্ষুণ্ণ হয়নি তিনি। তিনি বলেছিলেন, “আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকজনেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছে। তৃণমূলে যারা আছেন তাদের চেয়ে অন্য দল থেকে আসা লোকেরা বেশি গুরুত্ব পায়। ভালো হলো অনেক বিড়ম্বনায় আমাকে ফেলা হলো না। আসলে দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না। তাদের সরিয়ে দেওয়া উচিত। এই শাসক শিবিরে স্বচ্ছ ভাবমূর্তি লোকেদের জায়গা নেই। তবে যেসব নেতারা নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আছে তাদের ভাবমূর্তি থেকে পর্দা সরিয়ে দেবে সাধারণ মানুষরাই।” এছাড়াও তিনি স্পষ্ট বলেছিলেন, “দল ছারলেও মানুষের জন্য কাজ করব এবং মানুষের পাশে থাকবো।”
প্রসঙ্গত গত শুক্রবার যখন বৈশালী ডালমিয়া কে দল থেকে বহিষ্কার করা হয়েছে তখন বালিতে রীতিমতো উৎসব পরিস্থিতির শুরু হয়েছিল। স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে মিষ্টিমুখ করে উৎসব উদযাপন করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে যুব তৃনমূলের সাধারণ সম্পাদক কৈলাস মিশ্র বলেছিলেন, “যদি ক্ষমতা থাকে তাহলে বালিতে বিজেপির হয়ে দাঁড়িয়ে যান। আপনি যত ভোটে জিতছেন তার থেকে বেশি ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।” এবার সত্যি সত্যি বৈশালী ডালমিয়া বিজেপি শিবিরে যোগ দিলো এবং হয়তো আগামী নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে বালিতে তৃণমূলের বিরুদ্ধে তিনি ভোটযুদ্ধ করবেন।