নিউজপলিটিক্সরাজ্য

মোদিকে ছকবাজ বলছেন রুদ্রনীল, পুরনো ভিডিও শেয়ার করে জল্পনা উস্কে দিলেন ঋদ্ধি

একদা বাম সমর্থক রুদ্রনীল (Rudranil Ghosh) কিছু বছর আগে যোগদান করেছিলেন তৃণমূল শিবিরে।

Advertisement

সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই কমবেশি এবারের নির্বাচন নিয়ে সচেতন রয়েছেন। আসন্ন বিধানসভা ভোটের আগে পুরোদমে চলছে রদবদলের পালা। মানুষের জন্য কাজ করতে চেয়ে অনেকেই কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছেন। এই তালিকা তে নিস উপরের দিকেই রয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষ এর (Rudranil Ghosh) নাম। একদা বাম সমর্থক রুদ্রনীল কিছু বছর আগে যোগদান করেছিলেন তৃণমূল শিবিরে। এবারে তৃণমূল শিবির ছেড়ে তিনি যোগদান করলেন গেরুয়া শিবিরে। তাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কটাক্ষ করে চলেছেন। সঙ্গে তৈরি হচ্ছে তার বিভিন্ন মিম। রুদ্রনীল, রুদ্র লাল, রুদ্র সবুজ, রুদ্র গেরুয়া সহ নানান ধরনের মিম আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখছি। সেলিব্রিটিরাও তাকে কটাক্ষ করতে পিছপা হচ্ছেন না। এবারে সেই তালিকায় যুক্ত হলেন তরুণ অভিনেতা তথা কৌশিক সেন (Koushik sen) এর পুত্র ঋদ্ধি সেন (Riddhi Sen)।

বয়সে তিনি রুদ্রনীলের থেকে অনেকটাই ছোট, কিন্তু তবুও রুদ্রনীলের বিজেপি যোগদান কে বেশ কায়দা করে কটাক্ষ করলেন ঋদ্ধি। সুকুমার রায়ের নিছক একটি কবিতার আড়ালে তিনি রুদ্রনীলের দ্বিচারিতা কে নির্দেশ করলেন। সোশ্যাল মিডিয়াতে রুদ্রনীল ঘোষের একটি পুরনো ভিডিও শেয়ার করে তিনি এবারে ঘুরিয়ে কটাক্ষ করলেন রুদ্রকে।

বাংলা সিনেমা জগতের ঋদ্ধি সেন বর্তমানে বেশ জনপ্রিয় একজন মুখ। আত্মপ্রকাশ ওপেন টি বাইস্কোপ সিনেমা থেকে করার পরে তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি বাংলার তামাম দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি নগরকীর্তন সিনেমার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। তবে বলাই বাহুল্য, বাবা কৌশিক সেনের মতো তিনিও বামপন্থী। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধে বারবার সোচ্চার হয়েছেন এই তরুণ তুর্কি অভিনেতা। ঋদ্ধি সেন বর্তমানে বহু মানুষের অনুপ্রেরণা বটে।

এবারে রুদ্রনীল ঘোষ কে তিনি কটাক্ষ করার জন্য আশ্রয় নিলেন সুকুমার রায়ের ছায়াবাজি কবিতার। নজরুলের একটি পুরনো ভিডিও তিনি শেয়ার করেছেন। সেখানে রুদ্রনীল বলছেন,” আমার কাছে ভারত মানে, আমার দেশের কথা। আর তাতে আগে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং প্রজাতান্ত্রিক দেশের কথা মাথায় আসে। কোন গদি মোদিকে আহবান করতে পারে না। ধর্মনিরপেক্ষতার কোন পাঠ মোদিজীর নেই। তিনি বিখ্যাত হয়ে দাঙ্গা করেন।”

এর সাথে ওই ভিডিওতে রুদ্রনীল আরো বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ছকবাজ।” আর এবারে সেই ছকবাজের দলে নাম লেখালেন রুদ্রনীল ঘোষ। আর তার এই দল পরিবর্তনকে অনেকেই কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। আর ঋদ্ধির ওই পোস্ট এই ইঙ্গিত আরো স্পষ্ট করে দিচ্ছে।

Related Articles

Back to top button