বারুইপুরের পথে কালোপতাকা শুভেন্দু ও রাজীবকে, সন্দেহের তির তৃণমূলের দিকে
শুভেন্দু ও রাজীবকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে মন্তব্য করলেন তৃণমূল বর্ষিয়ান নেতা তথা ঘাসফুল সাংসদ সৌগত রায় (Sougoto Roy)
নির্বাচনের আগে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল প্রতিদিন জেলার অন্দরে জনসভা করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এরইমধ্যে বাংলা গেরুয়া শিবির একুশের বিধানসভা নির্বাচন জেতার উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। তারাও প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করে সাধারণ মানুষকে শাসকদলের অরাজকতা সম্বন্ধে অবগত করছে এবং গেরুয়া শিবির শাসনে সোনার বাংলা তৈরি হবে বলে জানাচ্ছে। তেমনভাবেই আজ অর্থাৎ ২ রা ফেব্রুয়ারি, মঙ্গলবার বারুইপুরে সভা করতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
তবে আজ শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় বারুইপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন। তারা বারুইপুরে ঢোকার সময় তাদের কালোপতাকা দেখানো হয়। বিজেপির অভিযোগ যারা কালো পতাকা দেখাচ্ছিলো তারা সবাই তৃণমূল আশ্রিত গুন্ডা। রাজীব বন্দ্যোপাধ্যায় শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কংগ্রেস নিজেদের আর সামলাতে পারছে না। তাই তারা এমন কাজ করছে। তবে এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়। সৌগত রায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে বলেছেন, “বারুইপুরের ঘাসফুল শিবিরের কর্মীরা গাদ্দার রাজীবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার জন্য শান্তিপূর্ণভাবে কালোপতাকা দেখিয়েছে। এতে কোন দোষ নেই।” এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মারপিটের রাজনীতি করে। এই কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন সৌগত রায়। তিনি জানিয়েছেন, “ভুল দেখলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করবে যদিওবা তারা কখনো মারপিটে অবতীর্ণ হয় না।”
প্রসঙ্গত, আজ গেরুয়া শিবিরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার। তিনি জানিয়েছেন, “আমি মানুষের স্বার্থে কাজ করতে চাই। কিন্তু শাসকদল দলে থেকে কাজ করতে দিচ্ছে না।” এছাড়াও তিনি জানিয়েছেন, “তিনি এখনই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি বিধায়ক পদ নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করবেন।”
West Bengal: Dipak Haldar, Diamond Harbour MLA, joins Bharatiya Janata Party (BJP) in presence of party leaders Mukul Roy and Suvendu Adhikari.
Dipak Halder had resigned from Trinamool Congress yesterday. pic.twitter.com/oogpRVcSes
— ANI (@ANI) February 2, 2021