Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১২ ই ফেব্রুয়ারি থেকে খোলা হতে পারে স্কুল, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে ক্লাস: শিক্ষামন্ত্রী

আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে খুলতে পারে বাংলার স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে ভাবনা চিন্তা করছে বাংলার সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব…

Avatar

আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে খুলতে পারে বাংলার স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে ভাবনা চিন্তা করছে বাংলার সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে। তবে স্কুল খোলা এবং ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমোদন লাগবে। স্কুল খোলার বিষয়ে মেনে চলা হবে সমস্ত বিধি নিষেধ। তবে কোভিড প্রোটকল মেনে এখনই ছোটদের ক্লাস নয়। এই দিন তৃণমূল ভবনে এমনটা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষ্মমন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chaterjee)।

একইসাথে তিনি আরও বলেন, কলেজ খোলা নিয়ে আগামিকাল উপাচার্যদের সাথে বৈঠক রয়েছে। এই দিন তিনি আরও জানিয়েছেন যে, রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে করোনা প্রোটোকল মেনে স্যানিটাইজেশনের কাজ চালানো হচ্ছে। বেসরকারি স্কুলের বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি শিক্ষামন্ত্রী। তার বক্তব্য,” বেসরকারি স্কুলের বিষয়ে তাদের উপর তো আমরা আর জোর করতে পারিনা।” প্রসঙ্গত উল্লেখ্য, অতিমারী করোনার কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজে পঠনপাঠন। আগের মার্চ মাসে লকডাউন শুরুর সময় থেকে বন্ধ করেছে স্কুলগুলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আনলক পর্বে বেশ কয়েকবার স্কুল খোলার বিষয়ে কথা হলেও, তা কার্যকর হয়নি। অন্য রাজ্যগুলিতে স্কুল চালু হলেও পশ্চিমবঙ্গে তা হয়নি। পড়ুয়া থেকে অভিভাবক, সবারই মনে একটাই প্রশ্ন ছিল যে, স্কুল কবে খুলবে? শিক্ষামন্ত্রীর কথায়, স্কুল খোলার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না রাজ্য সরকার। কারণ, এক্ষেত্রে সাবধানতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ভাবনাচিন্তা চলছে ১২ তারিখ থেকে স্কুল খোলার নিয়ে।

About Author