আবারো শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) মুখে শোনা গেল বাম বন্দনা।পুরুলিয়ার জয়পুরের সভা থেকে শুভেন্দু অধিকারী বললেন বামেদের সময় পঞ্চায়েত ভোটে কোন হিংসা হয়নি। পাশাপাশি বা মেয়েদের প্রশংসা করে বিজেপির শুভেন্দু অধিকারী বললেন বামেরা কোনদিন লাঠিসোটা নিয়ে বা লোহার রড নিয়ে মনোনয়ন আটকায়নি। অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত ভোট করার সময় বিরোধীদের আটকে ছিল বলেও তার অভিযোগ। তিনি বলছেন তৃণমূল যা করেছে বামেরা কিন্তু সেরকম করেনি।
উল্লেখযোগ্য ভাবে এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি আরও অনেক বাহমে তার প্রশংসা শোনা গিয়েছিল শুভেন্দুর গলায়। আরে বারে বামেদের সুনাম করার জন্য শুভেন্দু একের পর এক ভালো ভালো কথা বললেন। তৃণমূল নেতা তাপস রায় (Tapas Roy) এই প্রসঙ্গে বললেন, “এর আগে বাম সম্পর্কে শুভেন্দু যা বলেছে তা মানুষের মনে রয়েছে। বারবার রং বদলানো মানুষ দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখছেন না মানুষ।”
পুরুলিয়া জয়পুরের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্য ভাবে লোকসভা ভোটে এখান থেকে জয় পেয়েছিল বিজেপি। ভারতীয় জনতা পার্টি দাবি করেছে, এরমধ্যে সংগঠন আরো বড় হয়েছে। আগের বারের ভোটে তৃণমূল অভিযোগ জানিয়েছিল রিগিং করে লোকসভা ভোটে জয়লাভ করেছিল বিজেপি। অন্যদিকে পুরুলিয়ায় কিছুদিন আগেই সভা করে এসেছেন তৃণমূল নেত্রী। বর্তমানে লাল মাটির দেশে আধিপত্য নিয়ে ধুন্ধুমার লড়াই চলছে শাসক এবং বিরোধী মধ্যে।














