নিউজপলিটিক্সরাজ্য

কালো পতাকার মুখোমুখি রাজীব, অভিযোগ উড়িয়ে দিল শাসক শিবির

কালো পতাকার মুখোমুখি রাজীব (Rajib Banerjee), অভিযোগ শাসক শিবিরের দিকে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, "কালো পতাকা দেখানোর সংস্কৃতি বিজেপি-র। আমরা এ সব করি না।"

Advertisement

ডোমজুড়ের বিধায়কপদ থেকে ইস্তফা দিয়েই যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। চাটার্ড প্লেনে উড়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকেই গলায় তুলে নিয়েছিলেন গেরুয়া উত্তরীয়। তারপর আজ প্রথমবার গেরুয়া শিবিরের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে গিয়েছিলেন নিজের বিধানসভা এলাকাতেই। আর সেখানেই তাকে কালো পতাকা দেখতে হল। ডোমজুড়ে পা দিয়েই বিক্ষোভের মুখ পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজীবকে কালো পতাকা দেখানো মাত্রই গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরাও পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। এলাকায় বেশ খানিকটা উত্তেজনা তৈরি হয়েছে।

রবিবার সকালে অভয়নগর থেকে পঞ্চাননতলা পর্যন্ত গেরুয়া শিবিরের সমর্থকদের সাথে পদযাত্রায় অংশ নেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। যদিও রাজীব এলাকায় আসার আগেই রবিবার সকাল থেকে গোটা এলাকা ছেয়ে গিয়েছিল কালো পতাকায়। পোস্টারও পড়তে দেখা গিয়েছিল তার বিরুদ্ধে। সেই সব পোস্টারে লেখা ছিল, ‘মীরজাফর’, ‘ভাগ গদ্দার ভাগ’। বেশ কিছু জায়গাতে তার ছবিতে পরানো হয় জুতোর মালাও।

গেরুয়া শিবিরের সমর্থকদের অভিযোগ, কালো পতাকার পাশেই ছিল শাসক শিবিরের পতাকা। তাই তারা নিশ্চিত, এই কাজ করেছে শাসক শিবির। রবিবার সকালে সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ডোমজুড়ে আসেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শুরু হতেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল। তার পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।এরপর হঠাত্॥ই কিছুক্ষণের জন্য গোলমাল শুরু হলে, দলীয় কর্মীদের বুঝিয়ে পদযাত্রা শুরু করেন রাজীব।কথা বলেন, স্থানীয় মানুষদের সঙ্গেও।

ঘটনার সাথে শাসক শিবিরের যোগ আছেন নাকি জানতে চাইলে রাজীব বলেন,”হতাশা থেকে এই সব করা হচ্ছে। মানুষই উত্তর দেবেন। আমরা রাজনৈতিক ভাবে জবাব দেব।” এই ঘটনার সাথে যোগ থাকার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)বলেন,”কালো পতাকা দেখানোর সংস্কৃতি বিজেপির। আমরা এই সমস্ত কাজ করিনা।”

Related Articles

Back to top button