নিউজপলিটিক্সরাজ্য

“মমতাও জয় শ্রী রাম বলেন”, কোথায় বলেন তা নিজে মুখে জানিয়ে দিলেন সুব্রত মুখোপাধ্যায় 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে জয় শ্রী রাম বলেন তা এইদিন মেদিনীপুরে দাঁড়িয়ে নিজের মুখে জানিয়ে দেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও বলেন ‘জয় শ্রী রাম’। বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে এমনটাই বলতে শোনা গেল বাংলার পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee)। তার মন্তব্যে নতুন করে উঠেছে রাজনৈতিক মহলে জল্পনার ঝড়। কোচবিহারের সভা থেকে এই দিন জয় শ্রী রাম বিষয়কে ঘিরে শাসক শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য,”জয় শ্রী রাম বয়া কি অন্যায়? ভোট শেষ হতে না হতেই মমতা দিদির মুখেও শোনা যাবে ‘জয় শ্রী রাম’।” তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই দিন সুব্রত বাবু বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় শ্রী রাম বলেন। জয় শ্রী রাম উনি বলেন না তা তো নয়। কিন্তু উনি ওনার বাড়িতে বলেন। যেখানে ঠাকুর আছে সেখানে বলেন। যখন শ্লোগান দেওয়া হয় তখন তিনি শ্রী রামকে নামিয়ে আনেন না। মিটিং এর মঞ্চে আনেন না, এটাই কেবল পার্থক্য। বাড়িতে পুজো করেন তখন রামকে প্রণাম করেন তিনি।”

২০১৯ লোকসভা ভোটের আগে থেকেই গেরুয়া শিবিরের জয় শ্রী রাম ধ্বনি নিয়ে আপত্তি তুলতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আগের ১৩ এ জানুয়ারি ভিক্টোরিয়ায় যে ছবি দেখা গিয়েছে, তা এক কথায় নজর বিহীন বলা চলে। মুখ্যমন্ত্রী পোডিইয়ামে বক্তব্য রাখতে উঠলে দর্শকদের মধ্যে থেকে কিছু গেরুয়া শিবিরের সমর্থক ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। সমস্ত ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রীর সামনে।

সরকারি অনুষ্ঠানে এমন ঘটনা এবং ধর্মীয় স্লোগানের প্রতিবাদ জানিয়ে নিজের বক্তৃতা বয়কট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই এই ইস্যুতে আক্রমণের সুর কয়েক ধাপ উপরে নিয়ে গিয়েছে গেরুয়া শিবির। ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে মমতার মেজাজ হারানোর ঘটনার নজির কম নেই। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনলে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন, তিনি কিনা নিজে তা বলেন! সুব্রতর এ দিনের দাবির পর থেকেই নানা মহলে এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Related Articles

Back to top button