বর্ষার শুরুতে বাংলা সেরকম বৃষ্টির মুখ না দেখলেও বর্ষার শেষে অর্থাৎ শ্রাবণের শেষে ভারী বৃষ্টির মুখ দেখেছে গোটা বাংলা। নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ দাপিয়ে এই বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকাল কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের ওডিশা উপকূল লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আগামী ২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতাবাসী। বর্জবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দুপুরের পর থেকে অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী৷ কিন্তু সেই অস্বস্তি কাটিয়ে আগামী দু’ঘণ্টায় উত্তর কলকাতার কিছু অংশে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।