রাজনৈতিক সভা-সমাবেশ থেকে বেশ কয়েক দিনের জন্য তিনি বিরতি নিয়েছিলেন। আর এবারে কাঁথি তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikary) নিজের বাড়ির কাছে কাঁথিতে একটি সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন।
সেই অনুষ্ঠানে আলোকোজ্জ্বল সন্ধ্যায় নিজের পাড়ার সরস্বতী পুজো উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারি। খুদে পড়ুয়াদের অনুরোধ রাখার জন্য অনেক দিন পর সোমবার কাঁথির শান্তি কুঞ্জের বাইরে পা রেখেছিলেন শিশির অধিকারী। পাশাপাশি কাঁথির প্রভাত কুমার কলেজ সংলগ্ন এলাকায় আন্তরিক ক্লাবের পূজো মন্ডপ এর দ্বারোদঘাটন এবং প্রতিমার আবরণ উন্মোচন করেন শিশির অধিকারী।
করোনাভাইরাস পরিস্থিতি পর থেকে তেমন একটা বাইরে দেখা যায়নি শিশির অধিকারী কে। তবে তার পুত্র শুভেন্দু (Suvendu Adhikary) দিন কয়েক আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। তারপর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা, এবারে শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল ঘোলা আরম্ভ হয়েছে। তার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কৌতুহলে রয়েছে সব মহল।
এই ক্লাবের সঙ্গে সংযুক্ত রয়েছেন শিশিরবাবুর নাতি দেব দ্বীপ অধিকারী। অন্যান্য সদস্য এবং নাতির অনুরোধে তাদের পূজামণ্ডপে উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী। পুজো মণ্ডপ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হলেও তিনি কোন রাজনৈতিক মন্তব্য করেননি। এছাড়াও সবার মঙ্গল কামনা করেছেন শিশির অধিকারী।