আইপিএল এর ১৪ তম সংস্করণের নিলাম আজ ৩ টে থেকে শুরু হয়েছে। সকল কোভিড বিধি মেনেই চালান হচ্ছে নিলাম। কোন খেলোয়াড় কোন দলে যাবে তা নিয়ে চাপা উত্তেজনা কাজ করছে ভক্তদের মধ্যে। অনেক নতুন প্লেয়াররা এই বারের আইপিএলে নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ২৯৮ জন ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন।
বিকেল ৪.২১ঃ বিশ্বসেরা ইংল্যান্ড ব্যাটসম্যান ডেভিড মালানকে কিনে নিল প্রীতির পাঞ্জাব কিংস। নিলামে তাঁর উপর বিনিয়োগ করা হল ১.৫০ কোটি।
.@PunjabKingsIPL acquire @dmalan29 for INR 1.5 Cr. @Vivo_India #IPLAuction pic.twitter.com/jyirofogyl
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৪.০৮ঃ ক্রিস মরিস গেলেন রাজস্থান রয়্যালসে। ১৬.২৫ কোটির অবিশ্বাস্য দামে নিলাম হল এই সাউথ আফ্রিকান ক্রিকেটারের।
Base price – INR 75 Lac
Sold for – INR 16.25 Cr@rajasthanroyals win the bidding war to bring @Tipo_Morris on board. ??@Vivo_India #IPLAuction pic.twitter.com/m5AMqKE1Dy— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৩.৫৪ঃ রাজস্থান রয়্যালসে গেলেন শিভম দুবে। নিলামে তাঁর দাম উঠলো ৪.৪ কোটি।
Shivam Dube goes to @rajasthanroyals for INR 4.4 Cr at the @Vivo_India #IPLAuction. pic.twitter.com/cpsCHAGo1T
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৩.৪৫ঃ ৭ কোটির বিরাট বিনিয়োগ করে ইংল্যান্ডের মইন আলিকে কিনল ধোনির চেন্নাই সুপার কিংস(CSK)।
Moeen Ali will now don the Yellow ? after @ChennaiIPL acquire his services for INR 7 Cr. @Vivo_India #IPLAuction pic.twitter.com/I4y4KaECdr
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
শাকিব আল হাসানকে ৩.২০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
শাকিব আসছেন কলকাতা! ?#IPLAuction #IPL2021
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
শেষপর্যন্ত ১৪.২৫ কোটি টাকায় বিরাটের দলে যোগ দিলেন ম্যাক্সওয়েল।
After a battle of the bids between CSK & RCB, Glenn Maxwell is SOLD to @RCBTweets for 14.25 Cr INR ???@Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
RCB had an opening bid, but Delhi Capitals have entered the bidding and he is SOLD to @DelhiCapitals for 2.2Cr INR #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
২.২০ কোটি টাকায় স্টিভ স্মিথকে কিনল দিল্লি ক্যাপিটালস।