বরাবরই বামপন্থা অবলম্বন করেন তিনি। আর তা নিয়ে কোনও দিনই লুকোছাপা করেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এই বার প্রকাশ্যেই বামদের মঞ্চে দেখা গেল অভিনেত্রীকে। যাদবপুরে শহীদ কমরেড মৈদুল ইসলাম মিদ্যা স্মরণে আয়োজিত একটি সভায় দেখা গেল তাকে। জনসমক্ষেই বললেন,”এখানে আসব বলে চুল লাল করিয়েছি। ভয় নেই সবুজ, গেরুয়া করে নেব না।”
যাদবপুর বামদের সভায় যোগ দেওয়ার ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ক্যাপশনে বামদের হয়ে ভোটও যেয়েছেন তিনি। যাদবপুরের সভায় বামেদের ব্রিগেডের থিম মিউজিক, ‘টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব/ চেন ফ্ল্যাগে মাঠা সাজাবোর প্রশংসাও শোনা গেল শ্রীলেখার গলায়। তিনি জানান, গানটি তার বেশ ভালো লেগেছে। প্রসঙ্গক্রমে শ্রীলেখা বলেন, তার নামও ‘টুম্পা’। তিবি তার বাবা ফেসবুকে জানিয়েছেন ”বাবা, সবাই আমাকে নিয়ে ব্রিগেড যেতে চাইছে, আমি কি যাবো? কোনও দুষ্টুমি করব না, শুধু প্রস্তুতি পর্ব চলবে, দেখা হবে, খেলা হবে তো তাই।” জনগণের উদ্দেশ্যে শ্রীলেখার প্রশ্ন, ”এদিনের এই সভা, অন্যসভার থেকে একটু আলাদা মনে হচ্ছে না কি? তৃণমূল কিংবা বিজেপির সভায় কথা বলার ধরণ, এবং মানুষগুলোর থেকে আলাদা লাগছে না কি? তার অর্থ শিক্ষা।” শ্রীলেখার সাফ কথা, পরিবর্তন চাইলে বামেদের থেকে বিকল্প কিছু হতে পারে না।
এই দিনের সভা থেকে ভ্যালেন্টাইন্স ডে তে বজরং দলের পোস্টার নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শ্রীলেখা মিত্র। তিনি বলেন,বজরং দলের পোস্টার নিয়ে ফেসবুকে লিখেছিলেন বলে, তার বাবা ভয় পেয়েছেন। আজ আমরা এই অবস্থায় গিয়ে দাড়িয়েছি। এইদিন টলিপাড়ায় তারকাদের দল বদল নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী। তার বক্তব্য,”আমি বিক্রি হয়নি। আমাদের শিরদাঁড়া যেখানে নত হওয়ার সেখানে কেবল হয়।”