Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধুন্ধুমার তমলুক

Updated :  Thursday, February 25, 2021 4:27 PM

তমলুক: দেওয়াল লিখন ঘিরে হাতাহাতি, তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষে তুলকালাম তমলুক (Tamluk)। আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) কে দখল নেবে দেওয়ালের, সেই নিয়েই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল পূর্ব মেদিনীপুরের (East Midnapure) তমলুক (Tamluk) শহরে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমগ্র পূর্ব মেদিনীপুর জেলাতে দুই দলের সমর্থকরা কার্যত যুঝে নিচ্ছেন একে অপরকে। আজ, বৃহস্পতিবার তারই কিছুটা ঝলক দেখা গেল।

বিজেপির অভিযোগ, তাঁদের দখলে থাকা দেওয়াল লিখন মুছে নতুন করে দেওয়াল লিখতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানেই তৃনমূলের হাতে আক্রান্ত হন কর্মীরা। বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরীর বলেন, “তমলুক শহর এমন ঘটনা আগে কখনও দেখেনি। ইতিহাস বলে এই এলাকা শান্তিপূর্ন, অন্তত দেওয়াল দখল নিয়ে অশান্তি আগে কোনওদিন হয়নি।” সুকান্তর অভিযোগ, “আমাদের দেওয়াল দখল করে ওরা রাতের অন্ধকারে লিখতে শুরু করেছিল। আমরা জানতে পেরে আজ এসে ফের নিজেদের দেওয়াল লিখতে শুরু করেছিলাম। তখনই ওরা আমাদের উপর চড়াও হয়।

অন্যদিকে তৃণমূল জানিয়েছে, নতুন বছর পড়ার সাথে সাথেই এলাকার বিভিন্ন বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে দলের প্রচারের জন্য দেওয়াল দখল করেছিলেন তাঁরা। লেখার জন্যে দেওয়ালগুলিতে চুন দেওয়াও হয়ে গিয়েছিল। কিন্তু আজ দেওয়াল লিখতে গিয়ে দেখেন তাঁদের চুন্দেওয়া দেওয়ালে লিখছে বিজেপি। এর প্রতীবাদ করতেই চড়াও হয় বিজেপি কর্মীরা।

এলাকার তৃণমূল নেতা চন্দন ঘোড়ুই জানিয়েছেন, ‘আমাদের এলাকায় বিজেপির কোনও অস্তিত্বই নেই। তারপর আমাদের দখলে থাকা দেওয়ালে আজ দেখি বাইরের কিছু লোকজন এসে বিজেপির হয়ে লিখছে।” তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল বচসায় থেমে নাথেকে হাতাহাতিতে রূপান্তরিত হয়। পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিজেপি তৃণমূল উভয় দলের প্রতিনিধিদের থানায় নিয়ে আসে ব্যাপারটির মীমাংসা করার জন্যে!