বিয়ের সঙ্গে সঙ্গেই টলিটাউন ও টেলিটাউনে শুরু হয়েছে অন্নপ্রাশনের ধুম। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)-র পুত্রসন্তান ইউভান (yuvan)- এর পরে এবার ভাত খেল অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল (Ankita Majumder paul)-এর পাঁচ মাসের কন্যাসন্তান আরুণ্যা (Arunya)। আরুণ্যার অন্নপ্রাশনের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। ছবিতে দেখা যাচ্ছে সবুজ এথনিক ড্রেস এবং মাথায় ফুলের মুকুট পরে সেজেছিল ‘প্রিন্সেস’ আরুণ্যা। অঙ্কিতা যত্ন করে মেয়ের কপালে চন্দন পরিয়ে সাজিয়েছিলেন। আরুণ্যার মামা আরুণ্যাকে কোলে নিয়ে তার মুখে তুলে দেন প্রথম ভাতের দানা। আরুণ্যার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা আরুণ্যা ও অঙ্কিতাকে শুভেচ্ছা জানিয়েছেন।
2018 সালের জানুয়ারি মাসে গুয়াহাটির বাসিন্দা সৌমিত্র পাল (soumitra paul)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অঙ্কিতা। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (sabyasachi mukherjee) ডিজাইন করেছিলেন অঙ্কিতার বিয়ের শাড়ি। লকডাউনের সময় গর্ভবতী অঙ্কিতা তাঁর গুয়াহাটির শ্বশুরবাড়িতে আটকে পড়েছিলেন। গুয়াহাটির একটি হাসপাতালে গত 7 ই সেপ্টেম্বর জন্ম নেয় সৌমিত্র ও অঙ্কিতার একমাত্র কন্যাসন্তান আরুণ্যা।
সম্প্রতি কেক কেটে আরুণ্যার তিন মাসের জন্মদিন সেলিব্রেট করেছিলেন অঙ্কিতা। তবে এদিন আরুণ্যার মায়ের বাড়িতেই সম্পন্ন হয়েছে আরুণ্যার অন্নপ্রাশনের অনুষ্ঠান। এই প্রতিবেদনে অঙ্কিতার বাপের বাড়িকে আরুণ্যার মায়ের বাড়ি বলা হল কারণ আরুণ্যা বড় হোক নতুন চিন্তাধারায় যেখানে মেয়েদের বাপের বাড়িটা প্রকৃতপক্ষে তার নিজের বাড়ি হিসাবেই পরিচিত হবে।














