সারদাকাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষকে তলব ইডির, তীব্র চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে
কুনাল ঘোষ বলেছেন, "ইডি তলব করে আমাকে ঘরে বসানো যাবে না"
একুশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে তুঙ্গে রাজ্যবাসীর উত্তেজনা। প্রতিনিয়ত তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চোখে পড়ছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল অন্য দলকে নিচু করতে ব্যস্ত। তারই মধ্যে অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করেছে ইডি। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে। জানা গিয়েছে সারদা কাণ্ডে তদন্তের সূত্রে কুণালকে তলব করা হয়েছে। আগামীকাল ইডি তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে।
ইডি কুণাল ঘোষকে তলব করেছে এই খবর পাওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। একদিকে বিরোধীরা যেমন এই ঘটনাকে হাতিয়ার করে নিতে চায়, ঠিক একইভাবে ঘাসফুল শিবির ঘটনাকে দমিয়ে দিতে চায়। এই ইডির নোটিশ পাওয়ার পর কুনাল ঘোষ অবশ্য দাবি করেছেন যে এরআগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করলেও সে সবরকম সহযোগিতা করেছে। সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন, “ভয় দেখিয়ে তলব করা হয়েছে আমাকে। ইডি তলব করলে যে আমি চুপচাপ ঘরে বসে থাকবো এমন নয়। যেভাবে আমি সক্রিয়ভাবে শাসক দলের হয়ে কাজ করি, তা আমি চালিয়ে যাব।”
সেই সাথে সারোদা প্রসঙ্গে ইডির তদন্তের কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, “একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত সারদা-কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়ে তদন্তে নামে। সুদীপ্ত সেন চিঠিতে নাম ধরে ধরে লিখে বলেছেন কোন কোন নেতারা টাকা নিয়েছে। তা না দেখে আমাদের বেলায় ইডি তলব করবে। সেই জায়গায় সুদীপ্ত সেনের চিঠি দেখতে ওদের চোখে ঠুলি পড়ছে। এটা আমি হতে দেবো না। আমি কেন তো কোন অন্যায় করিনি। এবারের সবরকম সহযোগিতা করব। যদি ভেবে থাকে ইডি ডেকে পাঠালে আমি ঘরে বসে যাবো তাহলে ওরা ভুল করছে।”