একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউড যেন তৃণমূল ও বিজেপিতে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে যেমন বিজেপিতে যোগদান করছে ঠিক অন্যদিকে আরেকদল যোগদান করছে ঘাসফুল শিবিরে। আজ তৃণমূলে যোগদান করেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee)। সে আজকে তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কিন্তু এবার বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।
দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করতে পারে এই খবরে চরম শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতি তথা টলিউড মহলে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই অভিনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে একান্তে বৈঠক করেছেন। বৈঠকের পরই টলিউড অভিনেত্রীদের তৃণমূলে যোগদান ট্রেন্ড দেখে বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার হয়তো ঘাসফুল সৈনিক হবেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির সাথে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়ন করবেন “দিদি নাম্বার ওয়ান”। তবে রচনা ব্যানার্জি কবে তৃণমূলে যোগদান করবেন, সেই নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে টলিউডে রাজনীতির রং লেগেছে। ছোট মাপের কলাকুশলী থেকে শুরু করে তাবড় তাবড় ডিরেক্টর ও অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে পা রাখছেন। বেশ কয়েকদিন আগে ধারাবাহিক অভিনেতা অভিনেত্রীরা যেমন রনিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তী প্রমুখরা তৃণমূলে যোগদান করেছিল। আবার কিছুদিন আগে ঘাসফুল শিবিরে পা রেখেছেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, মানালি দে, সৌরভ দাস প্রমুখ। এবার হয়তো দিদির শিবিরে যোগদান করবেন রচনা ব্যানার্জি।