Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড়ো রানের লিড, জয়ের লক্ষ্যে ভারত!

Updated :  Sunday, August 25, 2019 2:57 PM

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের থেকে শিক্ষা নিয়ে এদিন হোমওয়ার্ক করে মাঠে নামেন ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুরুতেই ৮১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ভারত প্রথম ইনিংসের মতোই এদিনও বড়ো রান করতে ব্যর্থ হন রাহুল, পূজারা ও আগারওয়াল। টেস্ট স্পেশালিষ্ট পূজারা ২৫ রানে আউট হয়ে ফিরে যান এরপর দলের হাল ধরেন ক্যাপ্টেন বিরাট ও অজিঙ্গকা রাহানে এদিন ও দুজনেই বুদ্ধিদীপ্ত ইনিংস খেললেন। রাহানে বিরাটের জোড়া অর্ধশতরানের জন্যই বড়ো রানের লিড নিতে সক্ষম হলো ভারত। বর্তমানে রাহানে ও বিরাত দুজনেই ক্রিজে আছেন প্রথম ইনিংসে ভারতের স্কোর ছিলো ২৯৭ জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২২২ রানে অল আউট হয়ে যায়। বর্তমানে ভারত ২৬০ রানের লিড নিতে পেরেছে সুতরাং বলা যেতেই পারে বড়ো কোনো অঘটন না ঘটলে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন বিরাট।