Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘আপনি আমার মাথায় পা রাখুন, বাংলার উন্নয়নে আপনাকে পা রাখতে দেব না’ : মোদি

রবিবার বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দান থেকে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

দিদি আপনি আমাকে যতই লাথি মারুন না কেন,  আপনাকে আমি বাংলার বিকাশে লাথি মারতে দেব না। বাঁকুড়ার সভা থেকে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল অভিনেতা হিরণ এর সমর্থনে খড়গপুর এগিয়ে সভা করে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে আজকের গন্তব্য ছিল বাঁকুড়া। রবিবার বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দান থেকে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি তিনি ঘোষণা করে দিলেন, বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে সোনার বাংলা গঠন করা সম্ভব হবে।

পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা পা দিয়ে তিনি বলে এমন গোল করবেন সবাই সেখান থেকে আউট হয়ে যাবে। এদিন সেই মন্তব্যের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দিদি আমাকে যতই  লাথি মারুন না কেন বাংলার বিকাশে লাথি মারতে দেবো না। বাঁকুড়ার মা বোনেদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে সভা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটে বিজেপির জয়ের প্রশংসা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, গত লোকসভা নির্বাচনে মমতা দিদি অনেক চেষ্টা করেছিলেন আপনাদেরকে আটকানোর, কিন্তু বাঁকুড়ার মানুষ তার সেই প্রচেষ্টা সফল হতে দেননি।

আপনারা এতকিছু বাধা নিষেধ সত্ত্বেও চুপচাপ পদ্মফুলে ছাপ দিয়ে বিজেপিকে জিতিয়ে এনেছিলেন। তিনি আরো বললেন, ” আজকেও এখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। আসল পরিবর্তন আসবে গরিবি দূর করার জন্য, বাংলা ভালো করার জন্য। বিজেপি এমন সরকার প্রতিষ্ঠা করবে যারা সমস্ত টাকা গরিব এর কাছে পৌঁছে দেবে। তোলাবাজ এবং সিন্ডিকেট জেলে পাঠাবে।”

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মমতাকে কটাক্ষ করে বললেন, “দশ বছর আপনি কিছু করেননি। যুবকেরা হয়রান হয়ে গেছে। তারা এখন আপনাকে প্রশ্ন করছে। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে আপনি তাদের সঙ্গে খেলা করেছেন। আর এখনও আপনি বলছেন খেলা হবে? আপনার আসল চেহারা সবাই দেখতে পেয়ে গেছে। বাংলার সংস্কৃতি এবং পরম্পরা কে অপমান করেছেন দিদি। আজ আমি বাঁকুড়া থেকে একেবারে স্পষ্ট কথায় বলছি, আমি আমার মাথা ১৩০ কোটি মানুষের জন্য কাজে ঝুঁকিয়ে রাখি। তাই যদি আপনি চান আপনি আমার মাথায় লাথি মারতে পারেন। কিন্তু আমি আমার গরিব ভাই-বোনেদের মাথায় আপনাকে লাথি মারতে দেবো না।”

Related Articles

Back to top button