ফের শাড়ির কুচি ধরে দৌড় সায়নীর! জবাব দিলেন আসানসোলের প্রার্থী
সায়নীর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে এবং অনেকেই তার কার্যকলাপ নিয়ে ট্রোল করছে
একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এবারের নির্বাচনে ঘাসফুল শিবিরে স্থান পেয়েছে একাধিক টলিউড তারকা অভিনেত্রী। আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। সম্প্রতি সে পায়ে হেঁটে গলিতে গলিতে প্রচার করতে বেরিয়ে গেছেন। কিন্তু এরইমধ্যে প্রচারে নেমে শাড়ির কুচি ধরে তার দৌড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন করে যে হঠাৎ করে হাঁটতে হাঁটতে এরকম দৌড়ানোর কি দরকার ছিল? আবার অনেকেই তার প্রচারের তীব্র সমালোচনা করেন।
আসলে গতকাল আসানসোলের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিল তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষ। তিনি বেশ হাসিখুশি ভাবে প্রত্যেক মানুষের সাথে দেখা করছিল। উৎসাহিত জনতারা তার গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছিল এবং তিনি সেই মালা খুলে আবার বাচ্চাদের গলায় পরিয়ে দিচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে বাজছিল তৃণমূলের খেলা হবে গানে ডিজে ভার্শন। কিন্তু হঠাৎই কেউ কিছু বুঝে ওঠার আগে তিনি শাড়ির কুচি ধরে দৌড়াতে শুরু করেন। আর তার অতর্কিত দৌড়ানো দেখেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল শুরু হয়।
এরপর আজ সায়নী ঘোষ নিজেই আবারো দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করে বিতর্কের জবাব দিয়েছেন। আজকের ভিডিওতে দেখা গেছে ঠিক আগের দিনের মতোই তিনি শাড়ির কুচি করে বেশ কিছুটা ছুটে গিয়েছেন। কিছুটা ছুটে গিয়ে অবশ্য আসানসোলের মানুষ তাকে আগলে ধরে মালা পড়িয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে তিনি “গালি বয়” এর জনপ্রিয় গান তু নাঙ্গা হি ত আয়া হা, কেয়া ঘন্টা লে কর জয়েগা।” এই ১৫ সেকেন্ডের ভিডিও আবারো জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আজকের ১৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করে সায়নী ঘোষ তার দৌড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমার পা, আমার ইচ্ছা।” আসলে সায়নী কোন সমালোচনায় কান না দিয়ে প্রচার করতে যে বেশি আগ্রহী, তা বুঝিয়ে দিয়েছেন।