Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে CSK-র জার্সিতে নতুন চমক, উদ্বোধন করলেন ধোনি

Updated :  Thursday, March 25, 2021 8:51 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস ২০০৮ সালের উদ্বোধনী সংস্করণের পর প্রথমবারের মতো তাদের জার্সির ডিজাইনে পরিবর্তন আনল। ৯ এপ্রিল থেকে শুরু ২০২১ সালের ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরশুম শুরু হতে চলেছে। তার আগেই নতুন চমক নিয়ে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার (২৪ মার্চ) প্রকাশ্যে আনা হয় সিএসকের নতুন জার্সি।

সিএসকে দেশের সামরিক বাহিনীকে সিএসকে হৃদয়ের কতোটা কাছাকাছি ধরে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ আইপিএল মরশুমের শুরুতে দেশের সামরিক বাহিনীকে দুই কোটি টাকার চেক হস্তান্তরিত করে চেন্নাই। দলের অধিনায়ক এমএস ধোনি, টেরিটোরিয়াল আর্মির একজন সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল এবং ২০১৯ সালে প্যারাসুট রেজিমেন্টের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত।

জার্সির কাঁধে রয়েছে কেমোফ্লেজ যা সহজেই সকলের নজর কাড়ছে। সিএসকে সিইও কেএস বিশ্বনাথন বলেন, “বেশ কিছুদিন ধরে আমাদের মাথায় এই পরিকল্পনা ছিল অবশেষে সেটি বাস্তবায়িত হল। দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্ব ও নিঃস্বার্থ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপায় হিসেবে জার্সিতে কেমোফ্লেজ ব্যবহার করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে সম্মান ও কুর্নিশ জানাতেই আমাদের এই পদক্ষেপ। ওনারাই সত্যিকারের নায়ক।” ভক্তরা সিএসকে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে রেপ্লিকা জার্সি অর্ডার করতে পারবেন।

সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে CSK-র জার্সিতে নতুন চমক, উদ্বোধন করলেন ধোনি

সুরেশ রায়না বুধবার মুম্বাইয়ে অবতরণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল ২০২০ মৌসুম মিস করার পর তিনি একটি চিত্তাকর্ষক মরশুমের অপেক্ষায় আছেন। এদিকে ধোনি নতুনভাবে প্রত্যাবর্তনের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সিএসকে তাদের প্রশিক্ষণ সেশনের জন্য তাদের ঘাঁটি মুম্বাইয়ে স্থানান্তর করেছে। এটা সত্যিই কৌতূহলজনক হবে যে গত বছর বেশ খারাপ পারফরমেন্সের পর সিএসকে এই মরশুমে কিভাবে কামব্যাক করে।