Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বিজেপিকে একটা ভোটও দেবেন না, আমি চাকরি দেব’, গোঘাট জনসভা থেকে বললেন মমতা

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিন জনসভায় উপস্থিত থেকে ঘাসফুল…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিন জনসভায় উপস্থিত থেকে ঘাসফুল শিবিরের হয়ে প্রচারে ঝড় তুলছেন। এবার মুখ্যমন্ত্রী তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন। আগামী ৬ এপ্রিল গোঘাট বিধানসভা আসনে তৃতীয় দফা নির্বাচন হবে। তাই আজ অর্থাৎ সোমবার তৃণমূল সুপ্রিমো গোঘাটে পৌঁছে গিয়েছেন একটি জনসভা করতে। আর সেখান থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন তিনি।

আজ অর্থাৎ সোমবার গোঘাটে জনসভা করতে গিয়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, “আসলে বিজেপি বাংলাকে ঘৃণা করে। এমনকি তাই জন্যই তারা বহুবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আবেদন করা হলেও কেন্দ্রের তরফে তার সম্মতি দেওয়া হয়নি। তবে ওরা যাই করুক, আমি বাংলাকে ওদের হাতেই ছেড়ে দেব না। বাংলাকে আমি হাথরস হতে দেবো না। বাংলার একটি মেয়ের গায়ে হাত দিতে যাব না।” এছাড়াও তিনি জনসভা থেকে অধিকারী পরিবারের বিরুদ্ধে আক্রমণ করে বলেছেন, “ওদেরকে খাইয়ে-পরিয়ে দুধ কলা দিয়ে পুষেছি। কালসাপ ওরা। মীরজাফরের গোষ্ঠী সব।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে অনুরোধ করে বলেছেন, “একটি ভোটও বিজেপিকে দেবেন না। আমি চাকরি দেবো। কর্মসংস্থান হবে বাংলায়। সবাই কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সব পাবেন। আমার শুধু একটাই অনুরোধ। বিজেপি কে ভোট দিয়ে বাংলার ক্ষতি করবেন না।”

About Author