‘নন্দীগ্রামে ৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে’, রাজ্যপালকে ফোন করে মারাত্মক অভিযোগ মমতার
নন্দীগ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নন্দীগ্রামে নির্বাচন নিয়ে পরিস্থিতি একেবারে চরমে। যুযুধান দুই পক্ষ তৃণমূল এখন বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ শানাতে ব্যস্ত। নন্দীগ্রামের বয়ালে আমরা দেখতে পেলাম তৃণমূল এখন বিজেপি একে অপরের বিপরীতে মারমুখী অবস্থায় অবস্থান করছে। ইতিমধ্যেই কেশপুরে সকালবেলা একজন তৃণমূল কর্মী মারা গিয়েছেন। তারই মধ্যে এবারে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কে ফোন করলেন মুখ্যমন্ত্রী। ফোন করে তিনি অভিযোগ জানালেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বহিরাগতদের দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি। সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে প্রায় ৬৩ টা অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আদালতে যাব। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে এই সমস্ত কাজ করানো হচ্ছে।”
তিনি আরো অভিযোগ করলেন, ‘এখানে ৮০ শতাংশ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। সকাল থেকেই এখানকার সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।” সকালবেলা তৃণমূল এজেন্টকে কাগজ বৈধ নয় বলে পোলিং বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে নিশানা করে বলেন, “সম্পূর্ণ ঘটনাটি তার নির্দেশেই হয়েছে। এবং এটা করেছে কেন্দ্রীয় পুলিশ।” এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোলিং এজেন্টের মাকে আশ্বাস দিয়ে বলেছেন, “ভয় পাওয়ার কোন কারণ নেই।”