Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আক্রান্ত হলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার

Updated :  Sunday, April 4, 2021 10:04 AM

চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনা প্যানডেমিকের প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছিল বিশ্ববাসী। বছরের শুরুর দিকে বেশ কয়টি ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল এবং এখন সেই টিকাকরণের কাজ চলছে জোড়কদমে। তবে মার্চ মাসের শেষ থেকেই আবারো উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণে গ্রাফ। ভারতের মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তাই প্রতিদিন বিভিন্ন তারকার করোনা সংক্রমনের খবর সামনে আসছে। এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আজ অর্থাৎ রবিবার অভিনেতা নিজেই এই কথা টুইট করে বলেছেন।

অক্ষয় কুমার আজ অর্থাৎ রবিবার সকালে টুইট করে তার অনুরাগীদের জানিয়ে দিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, “আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি বর্তমানে সব নিয়ম বিধি মেনে চলছি। খবর পাওয়ার পরই আমি আইসলেশনে চলে এসেছি। বাড়িতেই হোম কোয়ারেন্টাইন এ আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি বাড়িতে থেকেই। আমার একটাই অনুরোধ যে যারা আমার সংস্পর্শে এসেছে এই কিছুদিনের মধ্যে তারা যাতে অতি অবশ্যই করোনা রিপোর্ট করিয়ে নেয়। সাবধানে থাকুন। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব।”

মার্চ মাসের শেষ থেকেই একাধিক তারকাকে করোনায় আক্রান্ত হতে শোনা যাচ্ছে। কিছুদিন আগে ভারতীয় তারকা প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার করণা আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি হসপিটালে চিকিৎসাধীন আছেন। দিন দিন কোভিড গ্রাফ রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর।