“রিল আর রিয়েল লাইফের গোখরোর পার্থক্য আছে”, ফিল্মি কায়দায় মিঠুনকে পাল্টা মমতার
আজ শুক্রবার হাওড়ায় নির্বাচনী জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল পঞ্চম দফার নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে। তবে নির্বাচনের মাঝে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। এবার জনসভাতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন সহকর্মী মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তী একুশে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে নিজেকে জাত গোখরো বলে অভিহিত করেছিল। তিনি সিনেমার ডায়লগ দিয়ে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন। এবার সেই সংলাপকে হাতিয়ার করে আজ শুক্রবার হাওড়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো পাল্টা আক্রমণ করেছেন।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন, “সিনেমার গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য আছে। রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলে ছবি।” এছাড়াও তিনি বলেছেন, “ছেলেকে বাঁচানোর জন্য আজ মিথ্যাচার করছেন মিঠুন চক্রবর্তী।” এছাড়াও জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছুদিন আগে বাংলাদেশ সফর যাওয়া প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। আসলে প্রধানমন্ত্রী বাংলাদশে গিয়ে বিশেষ এক সম্প্রদায়কে প্রভাবিত করেছেন বলে বারংবার অভিযোগ জানান মমতা।
এছাড়াও আজকের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যের বেগতিক করোনা পরিস্থিতি নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মোদি শাহকে। তিনি সরাসরি কটাক্ষ্য করে বলেছেন, “বাইরে থেকে নির্বাচনের জন্য লোক আসছে। গুজরাট, উত্তরপ্রদেশ থেকে বহিরাগতদের নিয়ে আসছে বিজেপি। তারাই রাজ্যে করোনা ছড়িয়ে বেড়াচ্ছে।” এছাড়াও কেন্দ্র ঠিকমত ভ্যাকসিন দিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সাথে সকলকে করনা থেকে সতর্ক হতে বলেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন।